সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৩ মার্চ ২০২২
সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম দুই ম্যাচে প্রথমে ব্যাট করলেও তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমে বোলিং করছে বাংলাদেশ। সিরিজে জয়ের প্রত্যাশার ম্যাচে একাদশে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী এ ম্যাটে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। বিপরীতে আগের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইনজুরির কারণে খেলছে না ওয়াইন পারনেল। তার পরিবর্তে মাঠে নেমেছেন পেসার ডুয়াইন প্রিটোরিয়াস।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে একটি জয়ে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দুই দল। ফলে সিরিজের শেষ ম্যাচটি নির্ধারণ হয়েছে অঘোষিত ফইনালে। সেঞ্চুরিয়নে যে দল জিতবে তাদের হাতেই উঠবে সিরিজ জয়ের ট্রফি।

সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৩১৪ রান করলেও দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের বেশি করতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে রান করতে না পারার কারণ হিসেবে উইকেটের আচরণকে দোষারোপ করা হয়েছিল। তবে সিরিজে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়নে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, জানেমান মালান, কাইল ভেরেইন, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিদি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

প্রথম ম্যাচের ‘আত্মবিশ্বাসে’ সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশের

প্রথম ম্যাচের ‘আত্মবিশ্বাসে’ সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশের

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

অন্তর্বর্তীকালীন থেকে ‘স্থায়ী’ হতে চান পল কলিংউড

অন্তর্বর্তীকালীন থেকে ‘স্থায়ী’ হতে চান পল কলিংউড