ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে নিজের ঝলক দেখাতে পারেননি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বল হাতে নিজের পারফর্মেন্সে নজর কাড়া এই অলরাউন্ডারের ব্যাটিং প্রতিভার কথা অনেকেই হয়তো ভুলে গিয়েছিল। সুযোগ পেয়েই নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখেছেন মিরাজ। এতেই ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিয়ে আট নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন মিরাজ। আফিফের সাথে রেকর্ড জুটিতে দলকে জিতিয়েছিলেন।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাটে ভর করেই ১৯৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। দলে নিয়মিত অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন মিরাজ।
ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। ক্যারিয়ার সেরা ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে এই অবস্থানে আছেন তিনি।
আট নম্বরে উঠতে মিরাজ পিছনে ফেলেছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাল এবং রবীন্দ্র জাদেজাদের। আর নিয়মিত পারফর্ম করতে পারলে ছাড়িয়ে যাবেন ইমাদ ওয়াসিম-বেন স্টোকসদের।
ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪০৪।
দ্বিতীয় অবস্থানে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৯৫। অর্থাৎ আরও কিছুদিন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের কব্জায় রাখতে পারবেন সাকিব আল হাসান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর