নড়াইল জেলার তৃনমুল থেকে বাছাইকৃত মেধাবী খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিধ্যালয় মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপন, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক, অ্যাডভোকেট কাজী বশিরুল হক বশির প্রমূখ।
জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ২৫ জন ক্রিকেটার, ২৫ জন ফুটবলার এবং ২৪ জন ভলিবল খেলোয়াড়কে নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হবে।