ঢাকা লিগে জয় পেল শেখ জামাল-মোহামেডান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২২ মার্চ ২০২২
ঢাকা লিগে জয় পেল শেখ জামাল-মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে ১৪ রানে হারিয়েছে শেখ জামাল। আর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের জয় ৫৪ রানের।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় শেখ জামাল এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচে শাইনপুকুরের বোলারদের বোলিং তোপে মাত্র ৩৬ দশমিক ৪ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় শেখ জামাল। 

শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রবিউল ইসলাম রবি। এছাড়াও ৩৯ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে। শাইনপুকুরের হয়ে রাহাতুল ফেরদৌস ৩৫ রানে ৪ উইকেট শিকার করেন।

১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শেখ জামালের বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। সর্বোচ্চ ৩৮ রান আসে সাজ্জাদুল হক রিপনের ব্যাট থেকে। শেখ জামালের হয়ে স্পিনার সানজামুল ইসলাম ৪ উইকেট শিকার করেন।

এদিকে একই সময়ে বিকেএসপির চার নম্বরে মাঠে মোহামেডা নের বিপক্ষে মাঠে নামে ব্রাদার্স ইউনিয়ন। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডানের শুরুটা খুব একটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে।

এরপর অবশ্য ঠিক বড় কোনো জুটি না গড়ে ওঠায় ২০৫ রানে থামে মোহামেডানের ইনিংস। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন রনি তালুকদার। আর ব্রাদার্সের হয়ে পাঁচ উইকেট শিকার করেন মোহাম্মদ আশরাফুল।

২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৫২ রানেই অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার ইমতিয়াজ হোসেন। আর মোহামেডানের হয়ে পাঁচ উইকেট শিকার করেন শুভাগত হোম চৌধুরি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

শামীমের পর আরাফাত সানির ঝলক, সিটি ক্লাবকে হারালো আবাহনী

শামীমের পর আরাফাত সানির ঝলক, সিটি ক্লাবকে হারালো আবাহনী

খেলাঘরের বিপক্ষে ৮৬ রানের বড় জয় পেল গাজী গ্রুপ

খেলাঘরের বিপক্ষে ৮৬ রানের বড় জয় পেল গাজী গ্রুপ

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী