ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২২ মার্চ ২০২২
ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

ভারতীয় মেয়েদের বিপক্ষে চারবার ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়ে কোন জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। এবার বিশ্বকাপ মঞ্চে প্রথম দেখায় বাংলার মেয়েরা পেল একই স্বাদ। বল হাতে লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতি দল। এ হারে ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলে পাকিস্তানের উপরেই থাকছে বাংলাদেশ।

মঙ্গলবার (২২ মার্চ) নারী ওয়ানডে বিশ্বকাপের ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারতীয় নারী দল। টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রানের সংগ্রহ গড়ে ভারতীয় মেয়েরা। দলের পক্ষে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৫০ রান করেন ইয়াস্তিকা ভাটিয়া।

জাবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ৪০.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১১৯ রান সংগ্রহ করতে পারেন বাংলাদেশ। ফলে ১১০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারতীয় মেয়েরা। এ জয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে গেছে মিতালি রাজের দল ভারত।

ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার মুর্সিদা খাতুন ও শারমিন আক্তার ফিরেন ব্যক্তিগত ১৯ ও ৫ রানে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ফারজানা হক ফিরেন রানের খাতা খোলোর আগেই। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে মাত্র ৩ রান। ৮বলে ৩ রান করেন রুমানা আহমেদ।

শুরুতেই ৫ উইকেট হারিয়ে শত রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পতে বাংলাদেশ। তবে লতা মন্ডল (২৪), সালমা খাতুন (৩২) এবং ঋতু মনির (১৬) ব্যাটে সেই লজ্জা থেকে রেহায় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে জয়ের আশা দেখাতে পারিনি কখনো।

শেষ দিকে জাহানারা আলম অপরাজিত ১১ রান করলেও বাকি সদস্য ছিলেন যাওয়া-আসার মাঝে। ইনিংসের ৫৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষ এ জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাট হাতে ফিফটি হাঁকানো ভারতের ইয়াস্তিকা ভাটিয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

প্রোটিয়া মেয়েদের টানা চতুর্থ জয়ে আবারও হারের বৃত্তে নিউজিল্যান্ড

প্রোটিয়া মেয়েদের টানা চতুর্থ জয়ে আবারও হারের বৃত্তে নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়

ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়