ব্যাটিংয়ে দিন দিন উন্নতি করেই চলছেন আফিফ হোসেন। দলের বিপদেও ঢাল হয়ে দাঁড়াচ্ছেন এই তরুণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলের ব্যাটিং ধসে একপ্রান্ত আগলে খেলে গেছেন ৭২ রানের ইনিংস। হতে পারতো সেঞ্চুরি। তবে না হওয়াতে আফসোস নেই। তার লক্ষ্য সামনে আরও ভালো করা।
সোমবার (২১ মার্চ) ম্যাচশেষে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২২ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, তার মনোযোগ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার দিকে। সামনের ম্যাচগুলোতেও একইভাবে খেলে যেতে যান।
আফিফ বলেন, ‘সেঞ্চুরি মিস করায় আমার কোনো আফসোস নেই। আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি। আমি যা অর্জন করি তাতেই আমি খুশি। ভবিষ্যতেও যদি একই রকম সুযোগ পাই, আমি ভালো করার চেষ্টা করবো।’
আফিফের ব্যাটিংয়ের ধরনে কোনো তাড়াহুড়ো নেই। বেশ শান্তভাবে খেলে যান তিনি। এই ব্যাপারে আফিফ জানিয়েছেন, তিনি যতটা পারেন গেম প্ল্যান সহজ রাখার চেষ্টা করেন। সামনেও একই দর্শনে ব্যাটিং করে যেতে চান।
আফিফ বলেন, ‘শান্ত ও স্থির থাকার পেছনে কোনো বড় রহস্য নেই। কথা একটাই, আমি সবসময় একরকম থাকার চেষ্টা করি। পরিস্থিতি যাই হোক না কেন একইভাবে ব্যাট করার চেষ্টা করি।’
আফিফ মনে করেন, ব্যাটিংয়ে সফলতার মূল হলো মনোযোগ ধরে রাখা। এই তরুণ বলেন, ‘আমি যখন ব্যাট করতে যাই তখন আমার মাথায় কিছুই ঘুরপাক খায় না। কোন মানসিক চাপ থাকে না। আমি খুব সাধারণ পরিকল্পনা অনুসরণ করি। আমি ব্যাটিং পরিকল্পনায় মনোযোগ দেয়ার চেষ্টা করি।’
ম্যাচের পরিস্থিতি যেমনই থাকুক, আফিফ নিজের পরিকল্পনাতেই অটুট থাকেন। তিনি আরও বলেন, ‘আমরা এক উইকেট হারাই আর পাঁচ উইকেট হারাই। আমি আমার পরিকল্পনা অনুযায়ী একই পদ্ধতিতে ব্যাট করতে পছন্দ করি।’
সিনিয়র ক্রিকেটাররা তাকে চাপ সামলাতে খুব সাহায্য করেন বলেও জানিয়েছেন দলের ব্যাটিং ভরসা হয়ে ওঠা এই তারকা। আফিফের ভাষ্য, ‘সবাই (সিনিয়র ক্রিকেটাররা) খুব সমর্থন করে। যখনই আমার সমস্যা হয়, তারা আমাকে সাহায্য করার চেষ্টা করে। আমি ম্যাচ বা অনুশীলনের সময় সমস্যায় পড়লে সমাধান নিয়ে তাদের সাথে আলোচনা করি।’
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৩ মার্চ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ওয়ানডেতেই সমতায় ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ‘অঘোষিত ফাইনাল’।
স্পোর্টসমেইল২৪/এএইচবি