নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ সহ আগের ১৮ ওয়ানডের একটিতেও জয়ের দেখা পায়নি পাকিস্তান নারী ক্রিকেট দল। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে জয়ের দেখা পেলো পাকিস্তানের মেয়েরা। বিশ্বকাপের ২০তম ম্যাচে এসে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের।
সোমবার (২১ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ২০ ওভারে। ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয় মেয়েরা।
ওপেনার ডিয়েন্দ্রা ডটিন আর তিনে নামা অধিনায়ক স্ট্যাফানি টেলর কিছুটা প্রতিরোধ গরার চেষ্টা করেন কেবল। শেষের দিকে বলার মতো রান করেন অ্যাফি ফ্লেচার। বাকি ৬ ব্যাটারের একজনও দুই অঙ্কের ঘর পার করতে পারেননি।
ডটিন করেন ৩৫ বলে সর্বোচ্চ ২৭ রান। ৩১ বলে ১৮ রান করে যান টেলর। শেষের দিকে ১২ রানের অপরাজিত ইনিংস খেলেন ফ্লেচার। তাতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৯ রান জমা করে পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন নিদা দার। ১টি করে উইকেট ঝুলিতে পুরেন ফাতিমা সানা, নাশরা সান্ধু ও ওমাইমা সোহেল।
৯০ রানের জবাবে খেলতে নেমে ভালোই শুরু করেছিল পাকিস্তান। তবে দলীয় ২২ রানের মাথায় ওপেনার সিদিরা আমিন বিদায় নিলে ভাঙ্গে ওপেনিং জুটি। দলীয় রান পঞ্চাশ পার হবার পর ৩৭ রান করে বিদায় নেন আরেক ওপেনার মুনিবা আলী। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার।
দুই ওপেনারের গড়ে দিয়ে যাওয়া ভীতের উপর দাঁড়িয়ে দলকে টেনে নিতে থাকেন বিসমাহ মারুফ ও ওমাইমা সোহেল। এই দু’জনের ব্যাটে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান। বিসমাহ ২০ ও ওমাইমা অপরাজিত থাকেন ২২ রানে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি