পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে নিজের সেরা ছন্দেই আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ। প্রথম দুই টেস্টে দুই বার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। এ সময় বোলারদের তাকে পরাস্ত করতে বেশ বেগ পেতে হয়েছে। তবে বোলাররা মুহূর্তেই তাকে লক্ষ্যভ্রষ্ট করতে না পারলেও আস্ত একটি ক্যামেরা সেই কাজটি ঠিকই করে দেখিয়েছে।
সোমবার (২১ মার্চ) লাহোরে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে অজিরা।
ব্যাটিংয়ে নেমে অজিদের শুরুটা খুব একটা ভালো ছিল না। স্কোরবোর্ডে ৮ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। এরপরেই দলের হাল ধরেন ওপেনার উসমান খাজা এবং স্টিভ স্মিথ। তাদের ব্যাটে অজিদের স্কোরবোর্ডে বড় সংগ্রহের চেষ্টা চলছিল। তবে ম্যাচের ১১তম ওভারে স্মিথের মনোযোগ নষ্ট করে বসে সম্প্রচারের কাজে নিয়োজিত থাকা ব্যাগি ক্যাম!
১১তম ওভারে স্মিথকে বোলিং করছিলেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। ওই সময় ক্যামেরার উল্টো পাল্টা গতিবিধির কারণে ব্যাটিংয়ে বেশ সমস্যায় পড়েছিলেন স্টিভ স্মিথ।
এ ঘটনার সাথে সাথেই অবশ্য খেলা বন্ধ করে দেন আম্পায়ার। ঠিক করে দেওয়া হয় মাঠের ক্যামেরার অবস্থান। এরপরেই আবারও নতুন করে খেলা শুরু করেন আম্পায়ার।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে জয় পায়নি কোনো দল। তাই তো লাহোরে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া হয়ে আছে দুই দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর