দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডেতে দারুণ খেলে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এ কারণেই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পাবে এমনটাই প্রত্যাশা ছিল হাজারো সমর্থকদের। তবে সবাইকে হতাশ করে দিয়ে প্রোটিয়াদের কাছে বাজেভাবে হেরেছে তামিম ইকবাল বাহিনী। এই হারের জন্য কোনো অজুহাত দাঁড় না করিয়ে তামিম সহজভাবেই স্বীকার করে নিলেন ম্যাচে ভুল করেছেন তারা।
রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। তার সিদ্ধান্তের প্রতি যথাযথ সম্মান দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ৩৪ রানেই প্যাভিলিয়নে পথ ধরেন উপরের পাঁচ ব্যাটার। মাঝে আফিফ হোসেন-মেহেদি হাসানদের ব্যাটে ভর করে ১৯৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অপরদিকে ৭৬ বল হাতে রেখেই ম্যাচ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
এই হারের পর তাই অধিনায়ক তামিমের সহজ স্বীকারোক্তি। জানালেন, ম্যাচে ভুল করেছেন তারা।
তামিম বলেন, ‘আমরা ভুল করেছি আর তারা ভালো বোলিং করেছে। দিনশেষে, আমরা অনেক কিছুকে দোষ দিতে পারি কিন্তু আমরা খারাপ খেলেছি। কখনও কখনও সবকিছু আপনার মনমত হবে না।’
ম্যাচের আগে উইকেট যেমন আশা করেছিলেন ঠিক সেই রকম পাননি বলেও জানান অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘উইকেট আমাদের প্রত্যাশামত ছিল না। পেস এবং বাউন্স আমরা নিতে পারি, কিন্তু আনইভেন বাউন্স আপনি বুঝতে পারবেন না। টস জেতা এবং ব্যাটিং- ফিল্ডিং করা নিয়ে আমরা অনেক ধরনের মন্তব্য হতে পারে।’
৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বসার পর বাংলাদেশ দল ১০০ রানের গন্ডি পার করতে পারবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে ১৯৪ রানে থেমেছিল বাংলাদেশ। সেই শঙ্কা যে ড্রেসিংরুমেও ছড়িয়েছিল তা সহজেই মেনে নিয়েছেন তামিম। এছাড়াও মাঝের ওভারগুলোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটু আগ্রাসী খেলা যেতেও বলে মনে করেন অধিনায়ক।
তার ভাষ্যমতে, ‘এক পর্যায়ে ১০০ রান করাও কঠিন হয়ে দাড়িয়েছিল। শেষ পর্যন্ত আমরা ১৯৪ করতে পেরেছি। মাঝের ওভারগুলোতে আমরা আরও বেশি রান করতে পারতাম। তাদেরকে হয়তো মেরে খেলতে পারতাম।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর