ব্যাঙ্গালুরুর উইকেটকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২০ মার্চ ২০২২
ব্যাঙ্গালুরুর উইকেটকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ব্যাঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ভারত। বোলারদের বোলিং তোপে আড়াই দিন না পেরোতেই শেষ হয়েছিল ম্যাচ। আর এ কারণেই ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে গড়পড়তা মানের নিচে বলে জানিয়েছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ব্যাঙ্গালুরুতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দিবা-রাত্রির ম্যাচে মাঠে নেমেছিল আইসিসি। এই ম্যাচের পুরোটা সময় জুড়েই ছিল বোলারদের আধিপত্য। ব্যাটারদের জন্য কোনো সুবিধায় ছিল না ব্যাঙ্গালুরুর উইকেটে। এই কারণে দ্বিতীয় টেস্টের উইকেটকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

এই ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাভাগাল শ্রীনাথ। তিনি বলেছেন, ‘প্রথম দিনে উইকেটে প্রচুর টার্ন ছিল। প্রতি সেশনেই উইকেট উন্নতি করেছে। তবে উইকেটে ব্যাটার এবং বোলারদের জন্য সমান সহায়তা ছিল না।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেটকে গড়পড়তা মানের নিচে বলে অবিহিত করলো আইসিসি। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার টেস্টে এই উইকেটকে গড়পড়তা মানের নিচে বলে জানিয়েছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তবে সে সময় কোনো ডিমেরিট পয়েন্ট পায়নি ব্যাঙ্গালুরুর উইকেট।

২০১৮ সালের ৪ জানুয়ারি থেকে মাঠকে ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম চালু করে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে। পাঁচ বছরের মধ্যে কোনো মাঠ পাঁচ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বীকৃতি হারায় সেই মাঠ। পয়েন্ট ১০ হলে সেই নিষেধাজ্ঞার মেয়াদ দাঁড়াবে দুই বছর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার

আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

ক্রিকেটে বৈধতা পাচ্ছে ‘মানকাড আউট’

ক্রিকেটে বৈধতা পাচ্ছে ‘মানকাড আউট’

ক্রিকেট বলে আর কখনই ব্যবহার করা যাবে না ‘লালা’

ক্রিকেট বলে আর কখনই ব্যবহার করা যাবে না ‘লালা’