ওয়ানডে ক্রিকেটে বেশ শক্তিশালী দল বাংলাদেশ। নিজেদের দিনে যেকোনো দলের বিপক্ষেই জয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে টাইগাররা। সেটি হোক দেশে কিংবা বিদেশের মাটিতে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় সিরিজের প্রথম ম্যাচে দাপটে জয় তুলে নিয়ে আবারও জানান দিয়েছে। এক সময় ভালো খেলার প্রত্যাশা করা বাংলাদেশ দলের ভাবনা এখন সিরিজ জয়ের। স্বপ্ন দেখেন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে দাপটের সাথে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে তামিম-লিটন-সাকিব-রাব্বিদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩১৪ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোর।
লিটন-সাকিব-রাব্বির অর্ধশত রানের ইনিংসে বড় সংগ্রহ গড়ার পর বল হাতেও দারুণ খেলেছে বাংলাদেশ। দলগত ভাবে পারফরম্যান্সে আফ্রিকার মাটিতে বাংলাদেশ দেখা পেয়েছে প্রথম কোন জয়ের। এর আগে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯বার ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হলেও কোন জয় ছিল না টাইগারদের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জয় তুলে নেওয়ার পর দলের স্বপ্নের কথা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলেন, এক সময় ভালো খেলার প্রত্যাশা থাকলেও বাংলাদেশ এখন ম্যাচ জয় নয়, সিরিজ জয়ের জন্য খেলে। বাংলাদেশ এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেন, “দেখেন, স্বপ্ন যদি বড় না থাকে, তাহলে তো আগানো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়, আমরা ভালো কিছু করতে চাই। দেশে যে রকম সিরিজ জিতি, বাইরের দেশেও সিরিজ জিততে চাই।”
তিনি বলেন, “আমরা এশিয়া কাপ, ওয়াল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের এখন ওভাবেই চিন্তা-ভাবনা। এখন আমরা ওভাবেই প্ল্যান করছি, ওভাবেই আমরা প্রসেস ফলো করছি। যে, কিভাবে আমরা ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।”
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপটের সাথে জয় তুলে নেওয়ার রহস্য সম্পর্কে মিরাজ বলেন, “এক-দু’জন ভালো খেললে রেজাল্ট করা অনেক কঠিন। কালকে (শুক্রবার) যে জিনিসটা হয়েছে, আমরা টিম গেম খেলেছি। আমরা যখনি টিম গেম খেলি, বেশিরভাগই জিতেছি। কালকে ওভারঅল ব্যাটিংও খুব ভালো হয়েছে। গেম প্ল্যান যেভাবে ছিল সবাই ওভাবেই খেলেছি।”
তিনি আরও বলেন, “সাকিব ভাই এবং রাব্বির ব্যাটিং জুটিটা খেলার মোমেন্টটাইম আমাদের দিকে নিয়ে এসেছে। ওয়ানডে ক্রিকেটে ব্যাটাররা বড় স্কোর দিলে বোলাররাও সাহস পায়। সাহস নিয়ে বল করতে পারে, গত ম্যাচে সেটাই হয়েছে।”
স্পোর্টসমেইল২৪/আরএস