কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের হল অব ফেমে জায়াগ পেয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। এবার জায়গা পেলেন আরেক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। পিসিবি হল অফ ফেমের অংশ হিসেবে মিয়াঁদাদের হাতে একটি স্মারক ক্যাপ এবং ক্রেস্ট তুলে দিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইন।
পিসিবির হল অব ফেমে অন্তুর্ভুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের ‘বড়ে মিয়া’। তিনি বলেন, ‘পিসিবি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। পাকিস্তানের হয়ে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য এই সম্মাননা যথার্থ। কারণ একজন ক্রিকেটার শীর্ষ পদে পৌঁছানোর জন্য যে কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেন সেটা তিনি অন্য কারও চেয়ে ভাল বোঝেন।’
মিয়াঁদাদ আরও বলেন, ‘আমি সৌভাগ্যবান যে সর্বদা চমৎকার এবং অসামান্য সতীর্থদের পেয়েছি যারা আমাকে সমর্থন এবং উৎসাহিত করেছে। আমি পাকিস্তানের জনগণকে তাদের আকুন্ঠ সমর্থন এবং ভালবাসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এই সমর্থন সর্বদা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে।’
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তিকে সম্মান জানাতে পেরে আনন্দিত ফয়সাল হাসনাইন। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি জাভেদ মিয়াঁদাদকে পিসিবি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করার জন্য অভিনন্দন জানাতে চাই। পাকিস্তান ক্রিকেট এবং সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের অভূতপূর্ব আনন্দ দেওয়ার জন্য কৃতজ্ঞতাস্বরূপ তার জন্য এটা একটি পুরষ্কার এবং স্বীকৃতি।’
জাভেদ মিয়াদাদের আগে পাকিস্তান ক্রিকেটের এই সম্মানিত স্থানে জায়গা পেয়েছেন আরও ৭ জন ক্রিকেটার। তারা হলেন – আব্দুল কাদির, ফজল মাহমুদ, জহির আব্বাস, ওয়াকার ইউনিস, ইমরান খান, হানিফ মোহাম্মাদ ও ওয়াসিম আকরাম।
১৯৭৫ থেকে ১৯৯৬ সাল অবধি জাভেদ মিয়াঁদাদ নামটা পাকিস্তান তো বটেই বিশ্ব ক্রিকেটেই ছিল হৃদস্পন্দনের মতো। এই সময়ে তিনি পাকিস্তানের হয়ে ৩৫৭টি ম্যাচ খেলে ৩১টি সেঞ্চুরি সহ রান করেছেন ১৬২১৩। ১৯৭৫ বিশ্বকাপে মাত্র ১৮ বছর বয়সে অংশগ্রহন করেছিলেন তিনি। এরপর খেলেছিলেন আরও পাচটি বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে ৩৩টি ম্যাচ খেলে মিয়াঁদাদ রান করেছেন ১০৮৩।
স্পোর্টসমেইল২৪/এএইচবি