স্কুল ক্রিকেটে প্রাইজমানি ছাড়াও থাকছে স্কলারশিপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ মার্চ ২০২২
স্কুল ক্রিকেটে প্রাইজমানি ছাড়াও থাকছে স্কলারশিপ

প্রাণঘাতি করোনাকে পিছনে ফেলে আবারও মাঠে ফিরছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব স্কুল ক্রিকেট। দুই বছর পর ফেরা স্কুল ক্রিকেট নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের জাতীয় দলের ক্রিকেটের পাইপলাইন মজবুত করার এ উদ্যোগে আনা হয়ে নানা পরিবর্তনও। ছোটদের এ ক্রিকেট উৎসবে প্রাইজমানি ছাড়াও প্রতিভাবান ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে স্কলারশিপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান ওবেদ নিজাম ইতিমধ্যে বিভিন্ন জেলায় ঘুরে ভেন্যু পরিদর্শন করেছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মার্চে বা এপ্রিলের শুরু থেকে মাঠে গড়াবে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।

এ বিষয়ে কমিটির চেয়ারম্যান ওবেদ নিজাম গণমাধ্যমকে জানিয়েছেন, স্কুল ক্রিকেটে এখন থেকে প্রাইজমানি ও প্রশিক্ষণে ছাড়াও প্রযুক্তি ব্যবহার করে এসব ক্রিকেটারের তথ্য সংগ্রহে ডাটাবেজ তৈরি করা হবে।

ওবেদ নিজাম বলেন, ‘স্কুল ক্রিকেটের উৎসবকে আকর্ষণীয় করতে হলে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। যেখান থেকে তরুণরা জাতীয় পর্যায়ে যোগ দিতে পারবে।’

তিনি বলেন, ‘স্কুল ক্রিকেটে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এসব ছেলেরা যেন খেলার মধ্যে থাকতে পারে, সে জন্য স্কলারশিপ চালু করা হচ্ছে। সেরা ১০ জন ছেলেকে এক বছরের জন্য ন্যূনতম সম্মানী দিতে পারলে ভালো হবে। আশা চেষ্টা করে যাচ্ছি এটা বাস্তাবান করার।’

জানা গেছে, স্কুল ক্রিকেট নিয়ে ইতিমধ্যে নানা পরিকল্পনা বোর্ডের কাছে উপস্থাপন করা হয়েছে। যা এখন অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পাওয়ার আশা প্রকাশ করে কমিটির চেয়ারম্যান ওবেদ নিজাম বলেন, ‘চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য ট্রফির সঙ্গে প্রাইজমানি রাখা পরিকল্পনা নেওয়া হয়েছে।’

এদিকে, অন্য যেকোন মৌসুমে সারাদেশে সাড়ে পাঁচশ দল থাকলেও এবার সর্বোচ্চ সাড়ে চারশ দল নিয়ে ক্ষুদে ক্রিকেটারদের এ টুর্নামেন্ট শুরু করা হবে বলে জানা গেছে। চূড়ান্ত পর্ব শেষে বাছাইকৃত ক্রিকেটারদের দেওয়া হবে স্কলারশিপ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডেতে সাকিবের পঞ্চাশে পঞ্চাশ

ওয়ানডেতে সাকিবের পঞ্চাশে পঞ্চাশ

টাইগারদের ‘পাওয়ার হিটিং’ কোচ অ্যালবি মরকেল

টাইগারদের ‘পাওয়ার হিটিং’ কোচ অ্যালবি মরকেল

যেখানেই খেলি পারফর্ম করার চেষ্টা করি, মানসিকভাবেও ফিট: নাসির

যেখানেই খেলি পারফর্ম করার চেষ্টা করি, মানসিকভাবেও ফিট: নাসির

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’