অর্ধশতকেই থামলো লিটনের ব্যাট 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৮ মার্চ ২০২২
অর্ধশতকেই থামলো লিটনের ব্যাট 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক করেছেন ওপেনার লিটন দাস। অর্ধশতক পূর্ন করার পরের বলেই প্যাভিলিয়নের পথ ধরেছেন এই ওপেনার।

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বেশ সাবধানী শুরু করেন  দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। ফলাফল উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান।

অধিনায়ক তামিম ব্যক্তিগত ৪১ রানে ফিরলেও ক্যারিয়ারের পঞ্চম অর্ধ শতক তুলে নেন লিটন দাস। তবে অর্ধশতকের পর ইনিংসকে বড় করতে পারেননি এই ওপেনার। আর এতেই ৫০ রানে থেমেছে তার ইনিংস।

দেখেশুনে শুরু করা লিটন যেন পণ করেই নেমেছিলেন সহজেই প্যাভিলিয়নের পথ ধরবেন না। তাই তো লুঙ্গি এনগিদি এবং কাগিসো রাবাদাকে ভালোভাবেই সমালেছেন তিনি।

প্রথম দিকে বল আর রানের মধ্যে পার্থক্য বেশি থাকলেও সময় বাড়তে বাড়তে তা বেশ কমিয়েও এনেছিল। জানান দিচ্ছিলেন খোলস ছেড়ে বেরিয়ে আসবেন। তবে খোলস ছেড়ে বেরিয়ে আসার আগেই স্পিনার কেশব মহারাজের শিকার হন লিটন।

কেশব মহারাজের স্ট্যাম্প বরাবর লাফিয়ে উঠে বল কাট করতে গিয়ে মিস করেন লিটন। আর এতেই বল সরাসরি স্ট্যাম্পে আঘাত করে। আর থামে লিটনের ইনিংস।

৬৭ বলে ৫০ রানের এই ইনিংসে লিটন চার মেরেছেন পাঁচ বার আর ওভার বাউন্ডরি একটি। সমান সংখ্যক বল খেলে ৪১ রানে থামেন অধিনায়ক তামিম ইকবাল। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার টেস্ট দল

আইপিএলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার টেস্ট দল

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়: ডোমিঙ্গো

দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়: ডোমিঙ্গো

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল