তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেই টস ভাগ্য নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা।
এই ম্যাচের দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচে মাঠে নামবেন না উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তার বদলি হিসেবে মাঠে নামবেন কাইল ভেরানে।
বাংলাদেশ একাদশে রয়েছেন তিন পেসার। মোস্তাফিজুর রহমানের বোলিং সঙ্গী হিসেবে থাকছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এছাড়াও স্পিন আক্রমণে থাকছেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ অধিনায়ক), মার্কো জানসেন, ইয়ানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, র্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর