দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন ইমরুল কায়েস। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে খেলেছেন ১৩৯ বলে ১২২ রানের ইনিংস।
ডিপিএলের দ্বিতীয় রাউন্ডে বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ড অব রুপগঞ্জের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে শেখ জামাল।
ম্যাচের প্রথম ওভারের মাশরাফির বোলিংয়ে প্যাভিলিয়নের পথ ধরনের শেখ জামালের ওপেনার সৈকত আলি। এরপরেই দলের হাল ধরেন সাইফ হাসান এবং ইমরুল কায়েস। দুইজন মিলে গড়ে তোলেন ১৬৫ রানের জুটি।
দলীয় ১৭১ রানে সাইফ হাসান ফিরলেও ব্যাট হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইমরুল কায়েস। শেষ পর্যন্ত লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন এই ক্রিকেটার।
১১তম সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৭ বলে ১২২ রানে থামেন ইমরুল। দলীয় ২৫০ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন এই ক্রিকেটার। এই ইনিংসে ১৩ টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ইমরুলের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ২৯৭ রানে থামে শেখ জামালের ইনিংস। দীর্ঘদিন পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরে একটি উইকেট শিকার করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর