ফিনিশার হিসেবে খ্যাতি পাওয়া ক্রিকেটার নাসিন হোসেন দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। সর্বেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল পাননি তিনি। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ফিরে রানের দেখা পেলেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে সেঞ্চুরি হাঁকালেন নাসির হোসেন।
শুক্রবার (১৮ মার্চ) সাভারের বিকেএসপির চার নম্বর গ্রাইন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। চার নম্বরে ব্যাট করতে নেমে ১০১ বলে সেঞ্চুরি (১০২) পূর্ণ করেন নাসির। তার আগেই দলের হয়ে সেঞ্চুরি হাঁকানোর ওপেনার এনামুল হক বিজয় -এর সাথে গড়েন ১৯৬ রানের জুটি।
প্রাইম ব্যাংকের হয়ে লিগের প্রথম রাউন্ডে ৪৬ বরে ৩২ রান করেছিলেন নাসির হোসেন। তার ওই ইনিংসে ৩টি চারের মার থাকলেও ছিল না কোন ছক্কা। তবে দ্বিতীয় রাউন্ডের ব্যাট করতে নেমে দুর্দান্ত খেললেন নাসির। লিস্ট ‘এ’ ক্রিকেটে হাঁকালেন অষ্টম সেঞ্চুরি।
১০১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরের পরে পেশীতে টান লেগে মাঠ ছেড়েছিলেন নাসির। এরপর শেষের দিকে আবারও ব্যাট হাতে মাঠে নামেন তিনি। শেষ পর্যন্ত আরও এক বল খেলে ১০৩ বলে ১০৫ রানের অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাসির। তার এ ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কার মার ছিল।
নাসির হোসেন সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন। এর আর তাকে কোন ফরম্যাটে জাতীয় দেখা যায়নি। সম্প্রতি বিয়েকে কেন্দ্র করে আবার জটিলতা পড়েছিলেন নাসির। সে সংক্রান্ত প্রতারণার মামলায় জামিনে রয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস