দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয় এবার সেঞ্চুরি হাঁকালেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে শতক হাঁকান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা বিজয়। ওপেনিংয়ে ব্যাট করতে মেনে ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বিজয়ের এটি ১৩তম সেঞ্চুরি।
শুক্রবার (১৮ মার্চ) সাভারের বিকেএসপির চার নম্বর গ্রাইন্ডে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক কিকেট ক্লাব। লিগে নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ।
প্রাইম ব্যাংকে হয়ে ব্যাট হাতে ওপেনিং করতে নামে এনামুল হক বিজয়। শুরু থেকেই মারমুখি মেজাজে খেলেন বিজয়। দলীয় ২২ রানে উদ্বোধনী জুটি ভাঙলে দলের অপর ওপেনার শাহদাত দিপু ফিরেন খালি হাতে। ২.৩ ওভারে মাত্র ৩ বল খেলেছিলেন তিনি। বাকি সবগুলো বল মোকাবেলা করেছেন বিজয়।
দ্বিতীয় উইকেট জুটিতে ভারতীয় ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনের সাথে ৩৯ রানের জুটি গড়েন বিজয়। অভিমন্যু ঈশ্বরন ২১ বলে ৩ চারে ব্যক্তিগত ২১ রানে ফিরে গেয়ে তাদের জুটি ভাঙে। এরপর এক সময়ের জাতীয় দলের সতীর্থ নাসির হোসেনের সাথে জুটি গড়েন বিজয়।
বিজয়-নাসিরের জুটি থেকে ১৯৬ রানের জুটি পায় প্রাইম ব্যাংক। এর আগেই ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান এনামুল হক বিজয়। ১০৮ বলে ৬টি চার ও ৬ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে তিনি। এ সময় তার রান তোলার গড় ছিল ৯২.৫৯।
সেঞ্চুরি করেও ক্ষান্ত হয়নি এনামুল হক বিজয়। রূপগঞ্জের বিপক্ষে ব্যাট চালিয়ে গেছেন আগের মতোই। শেষ পর্যন্ত ১২৭ রানে সাজঘরে ফিরেন তিনি। ১২৫ বলে ৮টি করে চার ও ছয়ের মারে এ রান করেন বিজয়। দলের হয়ে লিগের প্রথম রাউন্ডে ৮২ বলে ৬০ রান করেছিলেন তিনি।
এনামুলের পর নাসির হোসেনও সেঞ্চুরি তুলে নেন। ১০১ বলে সেঞ্চুরি করার পর পেশিতে টান লাগায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে আবারও ফিরেছিলেন জাতীয় দলের এক সময়ের ফিনিশার। শেষ পর্যন্ত ১০৩ বলে ১০৫ রানে অপরাজিত ছিলেন নাসির। তার এ ইনিংসে ১৩টি চারের মারের সাথে ২টি ছক্কার মার ছিল।
এনামুল হক বিজয় এবং নাসির হোসের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
স্পোর্টসমেইল২৪/আরএস