আইপিএলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার টেস্ট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৭ মার্চ ২০২২
আইপিএলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার টেস্ট দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএসএ)। আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষ ওয়ানডে দলে থাকলেও টেস্ট সিরিজ খেলবেন না কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদির মতো তারকারা। বাংলাদেশের বিপক্ষে চার অনিভিষিক্ত ক্রিকেটারকে দলে ডেকেছে সিএসএ।

ব্যাটিং ইউনিটে মোটামুটি সবাইকে পাওয়া গেলেও বোলিং বিভাগে পুরোটাই অনিভজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেনরা বাংলাদেশের বিপক্ষে টেস্ট না খেলে পাড়ি জমাবেন আইপিএলে।

এদিকে এই তিন পেসার ছাড়াও দলে নেই এনরিখ নর্কে। ইনজুরির কারণে টানা তিন সিরিজে দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তবে আইপিএলে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন লুথো সিপামালা। সাথে থাকবেন ডুয়াইন অলিভিয়ের এবং ড্যারিন ডুপাভিলন।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় আছেন চার ক্রিকেটার। তারা হলেন- পেসার ড্যারিন ডুপাভিলন, উইকেটরক্ষক ব্যাটার রিয়ান রিকেলটন, পেসার লিজাড উইলিয়ামস ও ব্যাটার খায়া জন্দো। তাদের মধ্যে রিকেলটন ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল আরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, ডুয়াইন অলিভিয়ের, কিগান পিটারসেন, রিয়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেনটন স্টারম্যান, কাইল ভেরেইন্নে, লিজাড উইলিয়ামস ও খায়া জন্দো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে

আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

আইপিএলে না গিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রোটিয়ার আট ক্রিকেটার

আইপিএলে না গিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রোটিয়ার আট ক্রিকেটার