নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মেয়েদের জয়রথ ছুটেই চলছে। টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল। নিজেদের চতুর্থ ম্যাচে ২ উইকেটের ব্যবধানে তারা হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডের মেয়েদের।
বৃহস্পতিবার (১৭ মার্চ) হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৯ দশমিক ৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট করতে নেমে ওপেনার খুব দ্রুতই আউট হয়ে যান ওপেনার সুজি বেটস। তার বিদায়ে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন সোফি ডিভাইন ও অ্যামেলিয়া কার। দু’জনের ব্যাটে চড়ে সাময়িক বিপদ কাটিয়ে ওঠে কিউইরা। দু’জন মিলে গড়েন ৮১ রানের জুটি।
অ্যামেলিয়া ৪২ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর চতুর্থ উইকেট জুটিতে ম্যাডি গ্রীনকে নিয়ে আরেকটি ৮০ রানের জুটি গড়ে যান ডিভাইন। তাতে অলআউট হওয়ার আগে লড়াকু পুঁজি পায় কিউইরা। ডিভাইন করেন ৯৩ রান, গ্রীন করেন ৩০। শেষ দিকে ২৪ রানের ইনিংস খেলেন ব্রুক হ্যালিডে।
২২৯ রানের জবাবে খেলতে নেমে শুরুর চার ব্যাটারেই জয়ের কাছাকাছি পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। এদের মধ্যে সর্বোচ্চ ৬৭ রান করেন লরা ওলভার্ড। ৫১ রান করেন অধিনায়ক সুনে লুউস। অপরাজিত ৩৪ রানে বাকি পথটা পাড়ি দেন মারিজান ক্যাপ।
চার ব্যাটারের ব্যাটে ভর করে ৪৯ দশমিক ৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় প্রোটিয়া নারী দল। ব্যাট হাতে ৩৪ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি