মাশরাফি বিন মর্তুজার সঙ্গে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর ব্যক্তিগত কোন সমস্যা না থাকলেও সম্পর্কটা যে বেশ ভালো নয়, তা আর অজানা নয়। আগেও একে অন্যকে নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এবার মাশরাফি জানালেন, ডোমিঙ্গোর অধীনে দলের ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী। এমনকি তার বিরুদ্ধে অনেক খেলোয়াড়দের অভিযোগও রয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে চোট পেয়েছিলেন মাশরাফি। সেটা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফেরার প্রস্তুতি হিসেবেই মিরপুরে অনুশীলনে ফিরেছেন তিনি। এর আগে অপারেশনের জন্য ভারত থেকে ঘুরে এসেছেন সাবেক এ অধিনায়ক।
বৃহস্পািতবার (১৭ মার্চ) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার মাশরাফি।
কোচ হিসেবে ডোমিঙ্গোকে মূল্যায়ন করার প্রশ্নে মাশরাফি বলেন, ‘ও (ডোমিঙ্গো) কী কাজ করেছে সেটা তো আমি জানি না। দল যখন সফল হবে তখন সেটা তার কৃতিত্ব। এটা খুব স্বাভাবিক ইস্যু। আমি ওর সঙ্গে কাজ করিনি। তিনটা ম্যাচ শুধু.., তাই কথা বলার সুযোগ কম।’
তিনি আরও বলেন, ‘যত ম্যাচ আমরা হেরেছি সেই দায়টাও তাকেই নিতে হবে। আমরা মিরপুরে অনেক ম্যাচ হেরেছি, যেগুলো তো হারার কথা ছিল না। নিউজিল্যান্ডে যেটা জিতেছি, সেটাও আমাদের জেতার কথা ছিল না। এ রকম অনেক আছে।’
একটু থেমে মাশরাফি জানান ডোমিঙ্গের ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী। বলেন, ‘সব মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী। কারণ, বাংলাদেশ দল ওই সময়ের মধ্যে নেই যে, পরীক্ষা-নিরীক্ষা করবে। এখন বাংলাদেশের যারা দর্শক আছে, তারা সফলতা চায়।’
সর্বোপরি উদাহরণ টেনে সাবেক এ অধিনায়ক বলেন, ‘আপনারা ও ক্রিকেট বোর্ড সফলতা চান। পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা এটা না। বাংলাদেশ ক্রিকেটের এখন পারফরম্যান্স করার সময়। ওয়ানডে ক্রিকেটে কিন্তু সব মিলিয়ে ৬-৭ বছর ভালো পারফর্ম করে আসছে। অন্য ফরম্যাটগুলোতেও কিন্তু একই অবস্থা।’
অতীতের পরিসংখ্যান ডোমিঙ্গের পক্ষে কথা বলে না। তবে ইদানিং সাফল্য আসছে। এ নিয়ে মাশরাফি বলেন, ‘আমরা ঘরের মাঠে যেসব ম্যাচ হেরেছি, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ সহ অনেক কিছুই আছে। আমি মনে করি এখন পর্যন্ত ওর পারফরম্যান্স খারাপের দিকেই বেশি।’
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ওয়ানড ও টেস্ট দল এখন দক্ষিণ আফ্রিকায়। ডোমিঙ্গোর নিজ দেশের বিপক্ষে সিরিজ নিয়ে মাশরাফি বলেন, ‘দেখা যাক দক্ষিণ আফ্রিকায় যদি অসাধারণ কিছু করে আসে। ওর (ডোমিঙ্গো) সংস্কৃতি, ও পরিবেশ জানে, উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে। আশা করছি ও একটা বড় ভূমিকা পালন করবে। সেটা করতে পারলে খুবই ভালো হবে।’
ডোমিঙ্গোর বিরুদ্ধে খেলোয়াড়দের অভিযোগ আছে বলেও উল্লেখ করেন সাবেক এ অধিনায়ক। বলেন, ‘সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাকে নিয়ে খেলোয়াড়দের অভিযোগ আছে। প্রথম যে বিষয়, সেটা হচ্ছে আপনার ড্রেসিংরুমে খুশি থাকা। সেটা যদি থেকে থাকে তাহলে ভালো। আমার কাছে সেটা মনে হয়নি। এ জন্য খোলা মনে বললাম।’
২০১৯ সালে বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান ডোমিঙ্গো। তার অধীনে তিন সংস্করণ মিলিয়ে ৭২টি ম্যাচ খেলেছে টাইগাররা। তাতে জয় পেয়েছে ৩৪টিতে, হেরেছে ৩৭টি। এর মধ্যে ১৪ টেস্টে জয় এসেছে তিনটি। ১৮ ওয়ানডে ম্যাচে জয় ১৩টি। টি-টোয়েন্টিতে ৪০ ম্যাচ খেলে বাংলাদেশ জিততে পেরেছে ১৮টি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি