কাউন্টি দল এসেক্সে অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৭ মার্চ ২০২২
কাউন্টি দল এসেক্সে অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস

বিগব্যাশের সর্বশেষ আসরে দারুণ ছন্দে ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস। সিডনি থান্ডার্সের হয়ে নজর কাড়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পেয়েছেন দল। এবার কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভাইটালিটি ব্লাস্টেও নাম লেখালেন এই অজি ক্রিকেটার। খেলবেন এসেক্সের হয়ে।

অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগব্যাশ এবং আইপিএল মাতালেও জাতীয় দলের জার্সিতে নিয়মিত নন ২৯ বছর বয়সী ড্যানিয়েল স্যামস। এরপরেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাড়ছে তার চাহিদা। এবার যোগ দিলেন কাউন্টি দল এসেক্সে।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন ড্যানিয়েল স্যামস। আইপিএল শেষেই সরাসরি এসেক্সে যোগ দিবেন তিনি। ভাইটালিটি ব্লাস্টের পুরোটা সময় দলটির সাথে থাকবেন।

সিডনি থান্ডার্সের হয়ে এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলেছেন ড্যানিয়েল স্যামস। এ সময় তার শিকার ৭৫ উইকেট। সিডনি থান্ডার্সের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। শুধু বল নয়, সিডনির হয়ে ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন এই অলরাউন্ডার। ১৫০ দশমিক ২১ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ক্যারিয়ার সেরা ৯৮ রানের ইনিংসও খেলেছিলেন এই অজি।

চলতি বছরের ২৯ মে শেষ আইপিএলের ১৫তম আসর। এই টুর্নামেন্ট শুরু হওয়ার দুইদিন পরেই মাঠে গড়াবে ভাইটালিটি ব্লাস্ট। প্রথম ম্যাচে কেন্টের বিপক্ষে মাঠে নামবে এসেক্স।

২০১৯ সালে ভাইটালিটি ব্লাস্টে চ্যাম্পিয়ন হয়েছিল এসেক্স। তবে সর্বশেষ আসরে ট্রফি নিজেদের কাছে ধরে রাখতে পারেনি। উল্টো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। তাই তো এইবার শিরোপা ধরে রাখতে মরিয়া দলটি। এ কারণেই অস্ট্রেলিয়া থেকে ড্যানিয়েল স্যামসকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কাউন্টির এই দলটি।

এসেক্সে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই তারকা অলরাউন্ডার। তিনি জানিয়েছেন, ‘আমি এসেক্সে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত। আমি আশা করি দলটির হয়ে দারুণ পারফর্ম করতে পারবো এবং দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখতে পারবো।’

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৪ ম্যাচে ১৫০ দশমিক ২১ স্ট্রাইক রেটে ৭০০ রান করেছেন ড্যানিয়েল স্যামস। বল হাতে এ সময় তার শিকার ৮৭ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে মোস্তাফিজদের সহকারী কোচ ওয়াটসন

আইপিএলে মোস্তাফিজদের সহকারী কোচ ওয়াটসন

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলবেন রশিদ খান

টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলবেন রশিদ খান

কাউন্টি ক্লাব সাসেক্সে খেলবেন চেতেশ্বর পূজারা

কাউন্টি ক্লাব সাসেক্সে খেলবেন চেতেশ্বর পূজারা