ইংলিশ কাউন্টি দল সাসেক্সের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ ক্রিকেটার লুক রাইট। টানা সাত মৌসুম সাসেক্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। অবশেষে হতাশাগ্রস্থের কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই অলরাউন্ডার।
রাইটের নেতৃত্বে সাসেক্স ইংল্যান্ডের শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি দলগুলির মধ্যে শক্ত অবস্থান গড়ে নেয়। কিন্তু এখনো জয়-পরাজয়ের রেকর্ডকে শিরোপায় রূপ দিতে পারেনি তারা। কাউন্টিতে আগের মৌসুমে সেমিফাইনালে চ্যাম্পিয়ন কেন্টের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদেরকে।
এতোটা সময় অধিনায়কত্ব করেও কোনো শিরোপা জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন রাইট। তার উপর দলের অন্যতম দুই খেলোয়াড় ক্রিস জর্ডান এবং ফিল সল্টকে ছেড়ে দিয়েছে সাসেক্স। এসবের জন্যই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
দায়িত্ব ছাড়ার ব্যাপারে লুক রাইট বলেন, ‘এমন কিছু আমাদের দেখতে হবে ভাবিনি কারণ আমরা সবসময় আমাদের সেরা খেলোয়াড়দের হারাতে পারি না। খেলোয়াড় নিয়োগের ব্যাপারে প্রক্রিয়াটি আরও শক্তিশালী হতে হবে। এই মুহূর্তে ব্যাপারটা (খেলোয়াড় বাদ দেয়া) ভালো কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘সাসেক্সের অধিনায়ক হওয়াটা একটি বিশাল সম্মানের বিষয়। আমি ক্লাবটিকে খুব ভালোবাসি। তবে আমি মনে করি পদত্যাগ করার এটাই সঠিক সময়। আমি সাসেক্সকে সাহায্য করার জন্য আমার সবটুকু দিয়ে যাব, যেভাবে এতো বছর দিয়ে আসছি।’
সাসেক্স অবশ্য লুক রাইটের সরে যাওয়াটা স্বাভাবিক হিসেবেই দেখছে। এই ব্যাপারে সাসেক্সের প্রধান নির্বাহী রব অ্যান্ড্রু বলেন: ‘আমরা লুকের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান করি। আমরা তার উত্তরসূরি ও ভবিষ্যতের দিকে মনোনিবেশ করতে তার সঙ্গে কাজ করব।’
অধিনায়কত্ব ছাড়লেও দল ছাড়ছেন না রাইট। সাসেক্সের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। কাউন্টির দলটির হয়ে আপাতত শুধু খেলোয়াড় হিসাবে খেলে যাবেন এই ইংলিশ ক্রিকেটার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি