দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়: ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৬ মার্চ ২০২২
দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়: ডোমিঙ্গো

সিনিয়রদের সাথে তরুণ ক্রিকেটারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দলে ঘোষিত চার-পাঁচজন সিনিয়র ক্রিকেটার ছাড়া বাকি সবাই তরুণ। তবে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো সিনিয়র-জুনিয়র নিয়ে মন্তব্যে নারাজ। তার মতে, খেলার মাঠে কোন সিনিয়র-জুনিয়র নেই।

শুক্রবার (১৮ মার্চ) প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের খেলোয়াড়দের মাঠের লড়াইয়ে আগে বুধবার (১৬ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিম ইকবালদের কোচ রাসেল ডোমিঙ্গো।

ডোমিঙ্গো বলেন, “আমার কাছে কোনো সিনিয়র-জুনিয়র নেই। আপনারা (গণমাধ্যম) এটা নিয়ে অনেক কথা বলেন। আমার কাছে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয় লাগে। খেলার মাঠে কোনো সিনিয়র-জুনিয়র নেই।”

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে কোন জয় নেই বাংলাদেশের। তবে এবার আশাবাদী টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, “আমি খুবই এক্সাইটেড। দারুণ কিছু ভেন্যু এবং শক্ত দলের বিপক্ষে খেলা। এটা নিশ্চিতভাবেই কঠিন হবে। তবে আমি মুখিয়ে আছি।”

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই ভালো একটি ক্রিকেট দল। নিজেদের দিনে বিশ্বের যেকোন দলকে হারাতে সক্ষম বাংলাদেশ। এছাড়া পূর্ণাঙ্গ শক্তির দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ। প্রথম দিকে ছুটি নিলেও পরবর্তিতে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। অনুশীলন করতে পেরেছেন প্রথম দিন থেকেই।

টাইগার কোচ বলেন, “আমি আমাদের ওয়ানডে দল নিয়ে খুবই খুশি। এখানে বেশ ভালো ব্যালান্স আছে। ব্যাটিংয়ে গভীরতা আছে, টপ-অর্ডারে আছে অভিজ্ঞরা। তাছাড়া আমাদের বেশ ভালো তরুণ পেস ইউনিট আছে। বেশ ভালো ব্যালান্সড ওয়ানডে দল, যা এ সিরিজের আগে আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।”

নিজ দেশ দক্ষিণ আফ্রিকার আবহাওয়া সম্পর্কেও বেশ ভালো ধারণা আছে রাসেল ডোমিঙ্গোর। ফলে টাইগারদের সেভাবেই অনুশীলন করিয়ে প্রস্তুত করেছেন তিনি। ডোমিঙ্গো বলেন, ‍“শুক্রবারে (প্রথম ম্যাচের দিন) আবহাওয়া পূর্বাভাস বেশ ভালো, সূর্য উঠবে। এটা দিবা-রাত্রির ম্যাচ। তাই ওভারকাস্ট কন্ডিশন কোনো প্রভাব ফেলবে না। খেলা শুরু হবে বেলা ১টায় (স্থানীয় সময়)। ফলে ওভারকাস্ট কন্ডিশন কোনো প্রভাব ফেলবে না।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে

আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

‘সাকিব মেন্টালি ডিস্টার্ব ‍ছিলো’

‘সাকিব মেন্টালি ডিস্টার্ব ‍ছিলো’