দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৬ মার্চ ২০২২
দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ দলের জন্য নেই কোনো সুখস্মৃতি। তবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় জয়টা এসেছে এই দক্ষিণ আফ্রিকার মাটিতে। তাই তো এইখানে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে মরিয়া হয়ে আছেন টাইগারদের তরুণ পেসার শরিফুল ইসলাম।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকাতেই যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া এইখানে বাংলাদেশের জন্য নেই কোনো সুখস্মৃতি। তবুও এবার আত্মবিশ্বাসী তরুণ পেসার শরিফুল। কারণ হিসেবে জানিয়েছে দলে থাকা সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি।

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমাদের দলে এখন অভিজ্ঞ অনেক খেলোয়াড় আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আমাদের খেলোয়াড়রা ভালো কিছু করছে, যদি ভালো খেলতে পারি তাহলে এখান থেকে দেশে ভালো কিছু নিয়ে যেতে পারব বলে আশা করি।’

সিনিয়ররা এখানে সাফল্য না পেলেও ছোটরা কিন্তু এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই দেশকে এনে দিয়েছেন সবচেয়ে বড় সাফল্য। এই স্মৃতি মনে করে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন শরিফুল।

এ বিষয়ে শরিফুলের ভাষ্য, ‘যখনই শুনেছি দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ আছে, তখনই মনে পড়েছে, ওখানে আমরা বিশ্বকাপ জিতেছি। তখন অনেক ভালো লেগেছিল’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডার্সে অনুশীলন করছে বাংলাদেশ দল। পেস বোলারদের স্বর্গ জোহানেসবার্গে বোলিং করতে পেরেও খুশি তরুণ এই পেসার। 

বলেন, ‘বল ক‍্যারি করেছে, এখানে বোলিং করে ভালো লেগেছে। দক্ষিণ আফ্রিকায় সব সময় বোলাররা একটু বাড়তি সহায়তা পায়, এখানে অনুশীলন করে তাই ভালো লেগেছে। উইকেটে ঘাস ছিল।’

দক্ষিণ আফ্রিকায় পেসাররা সুবিধা পেলেও নিজেদের সেরাটা না দিয়ে বল করলে বোলারদের জন্য দিনটা খারাপ যেতে পারে, এই ভাবনাটাও নিজের মাথা থেকে সরিয়ে ফেলেননি শরিফুল। তাই তো সবকিছু ঠিকঠাক রেখেই বোলিং করতে চান তিনি।

বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় পেসারদের জন্য সহায়তা থাকলেও বোলিংয়ে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে আমাদের হয়তো বাড়তি রান খরচ হয়ে যাবে। আমরা চেষ্টা করব সাধারণ মৌলিক পরিকল্পনাতেই বোলিং করার। বাকিটা দেখা যাক কী হয়।’

দক্ষিণ আফ্রিকা সফরেও বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার সাথে কি বিষয়ে কাজ করছেন এ নিয়েও জানিয়েছেন তিনি। তবে তার জন্য সবচেয়ে বেশি উচ্ছ্বাসের জায়গা, তাকে মনে রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।

বলেন, ‘সকালের নাস্তার সময় চিনতে পেরেছেন, কথা হয়েছে। যখন মাঠে এসেছি, অনুশীলনে উনি আমার রিস্ট পজিশন নিয়ে কাজ করেছেন। চেষ্টা করেছি, হয়তো কিছু দিনের মধ্যে ঠিক হযে যাবে। আশা করি, ভালো কিছু নিতে পারব উনার কাছ থেকে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

দক্ষিণ আফ্রিকার ‘ন্যাচারাল ভিউয়ে’ মন তাড়াতাড়ি ভালো হবে: আশা সাকিবের

দক্ষিণ আফ্রিকার ‘ন্যাচারাল ভিউয়ে’ মন তাড়াতাড়ি ভালো হবে: আশা সাকিবের

বিসিবির ছুটি না নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন সাকিব

বিসিবির ছুটি না নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন সাকিব