আইপিএলে খেলা ক্রিকেটার ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ১৬ মার্চ ২০২২
আইপিএলে খেলা ক্রিকেটার ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে নিউজিল্যান্ড

দেশের মাটিতে নেদারল্যান্ডসকে আতিথ্য দিবে নিউজিল্যান্ড। এ সিরিজ দিয়েই আন্তর্জাতি ক্রিকেটকে বিদায় বলবেন কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর। এই সিরিজে দলের নিয়মিত ১২ সদস্যকে পাচ্ছে না নিউজিল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চুক্তিবদ্ধ ১২ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে তারা।

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য দুইটি ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

নেদারল্যান্ডসের বিপক্ষে ঘোষিত এই সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল এবং উইকেটরক্ষক ড্যান ক্লিভার। অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকায় নেতৃত্বভার উঠেছে টম লাথামের কাঁধে।

চলতি বছরের ২৫ মার্চ থেকে শুরু হবে নেদারল্যান্ডসের এই সফর। এই দিনে অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। আর ২৯ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, হেনরি নিকোলস, ইশ সোধি, রস টেইলর, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি দল
টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ড্যান ক্লিভার, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, স্কট কুগেলাইন, বেন সিয়ার্স, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে মূল দলকে পাচ্ছে না নিউজিল্যান্ড

আইপিএলের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে মূল দলকে পাচ্ছে না নিউজিল্যান্ড

আইপিএলের আগেই সুস্থ হওয়ার প্রত্যাশায় উইলিয়ামসন

আইপিএলের আগেই সুস্থ হওয়ার প্রত্যাশায় উইলিয়ামসন

বাতিল হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

বাতিল হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

পরিবারকে সময় দিতে আইপিএলে নেই জেমিসন

পরিবারকে সময় দিতে আইপিএলে নেই জেমিসন