বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সেঞ্চুরি হাঁকালেন অমিত হাসান। বুধবার (১৬ মার্চ) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ১৩৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির এ ব্যাটার। অমিতের সেঞ্চুরিতে ২২১ রানের সংগ্রহ পেয়েছে খেলাঘর।
লিস্ট ‘এ’ ক্রিকেটে অমিতের এটাই প্রথম শতক। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ ম্যাচের ৭ ইনিংসে ব্যাট হাতে তার মোট রান ছিল ১১২। ১৮.৬৬ গড়ে অমিতের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৩।
সাভারের অবস্থিত বিকেএসপি-এর ৩ নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে খেলাঘর। ওপেনার পিনাক ঘোষ ৪ রান করে ফিরলে ইনিংসের পঞ্চম ওভারে ব্যাট হাতে মাঠে নামেন অমিত। এরপর ব্যাট হাতে খেলেন অপরাজিত ইনিংস।
ব্যাট হাতে সেঞ্চুরির ইনিংসে ১২টি চার মারেন অমিত। তবে তার ব্যাটে কোন ছক্কার মার ছিল না। ১৩৬ বলে ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অমিত। একই সাথে প্রতিযোগিতামূলক ক্রিকেটে হাজার রানের সীমানাও পেরিয়ে গেলেন এ তরুণ ব্যাটার।
২০১৮-১৯ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে খেলেছেন অতিম হাসান। ৭ ম্যাচে ১৬.৬০ গড়ে ৮৩ রান করেছিলেন তিনি। এছাড়া বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টে দক্ষিণাঞ্চলের হয়ে একমাত্র ইনিংসে ২৯ রান করেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস