পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে শাহীন আফ্রিদির হাত ধরে শিরোপার স্বাদ পেয়েছে লাহোর কালান্দার্স। কালান্দার্সের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা পালন করেছেন পাকিস্তানের উদীয়মান ফাস্ট বোলার জামান খান। শাহীনের মহানুভবতায় কালান্দার্স মালিকপক্ষ থেকে এবার একটি বাড়ি পাচ্ছেন জামান।
জামান খান উঠে এসেছেন দরিদ্রসীমা থেকে। তিনি পাকিস্তানের আজাদ কাশ্মীরের চকওয়ারি এলাকার বাসিন্দা। সেখানে একটি অনুন্নত এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। নেই পর্যাপ্ত সুযোগসুবিধা।
এই বিষয়টা বেশ নাড়া দেয় শাহীনকে। কালান্দার্স অধিনায়ক ব্যাপারটা জানান দলের চিপ অপারেটিং অফিসার সামিন রানাকে। শাহীনের কথা শুনে জামান খানের জন্য একটি বাড়ি তৈরির ঘোষণা দেন সামিন।
পিএসএলের সপ্তম আসরে লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে ২০ বছর বয়সী জামান খানের পারফরম্যান্স ছিল অনবদ্য। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এই ডানহাতি পেসার। ১৮ ম্যাচে ২১ দশমিক ৫০ গড়ে নিয়েছিলেন ১৩ উইকেট।
জামানকে বাড়ি বানিয়ে দেয়ার ব্যাপারে সামিন বলেন, ‘জামান খান বিদেশী তারকা খেলোয়াড়সহ অনেক বড় নামকেও ছাড়িয়ে গেছেন। পিএসএলের ইতিহাসে তিনিই একমাত্র উদীয়মান খেলোয়াড় যিনি দুটি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন।’
‘তার কারণেই আমরা সাত বছর দীর্ঘ অপেক্ষার পর পিএসএল শিরোপা জিতেছি। জামানের জন্য একটি বাড়ি তৈরি করা শুধু আমার ইচ্ছা নয়। আসলে লাহোর কালান্দার্স এবং শাহীন শাহ আফ্রিদির ব্যবস্থাপনাও এই উদ্যোগের পিছনে কাজ করেছে।’ – সামিন আরও যোগ করেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি