সীমিত ওভারের ক্রিকেটে ইনিংসের শেষদিকে বড় শটে রান তুলতে না পারা ব্যর্থতা বাংলাদেশ দলের জন্য নতুন কিছু নয়। দক্ষিণ আফ্রিকা সফরেও টাইগারদের ভোগাতে পারে এই একই সমস্যা। এই সমস্যা সমাধানে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেল। মাত্র পাঁচ দিনের জন্য তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দলের পাওয়ার হিটিং নিয়ে সমস্যা বেশ পুরোনো। এ নিয়ে বহুবার সমালোচনার শিকার হয়েছে বাংলাদেশ। তবে এ সমস্যা নিয়ে কখনই বিশেষ নজর দেয়নি বিসিবি।
তবে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়ার হিটিং নিয়ে হঠাৎই কাজ শুরু করেছে বাংলাদেশ দল। আর এ জন্য কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যালবি মরকেল।
এর আগে অ্যালবি মরকেলের নিয়োগের ব্যাপারে জানা গেলেও ঠিক কতদিনের জন্য তাকে নিয়োগ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করেনি কেউ। বিষয়টি খোলাসা করেছেন দলের সাথে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
কোচিং প্যানেলে মরকেলকে অন্তর্ভূক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘(অ্যালবি) মরকেলকে আমরা আসলে ৪-৫ দিনের জন্য নিয়েছি, শুধু ওয়ানডেটা (সিরিজ)। পাওয়ার হিটিংয়ের জন্য, যেহেতু এখানে ওর অভিজ্ঞতা (আছে)।’
প্রধান কোচের চাওয়াতেই অ্যালবি মরকেলকে দলের সাথে যুক্ত করা হয়েছে বলেও জানান টিম ডিরেক্টর। তিনি বলেন, ‘প্রধান কোচও চায় ও থাকুক আমাদের সাথে। এজন্য ওয়ানডে সিরিজ পর্যন্ত ওকে রাখব আমাদের সাথে।’
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছিলেন পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যালবি মরকেল। এ বিষয়ে তিনি বলেন, ‘খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার সে এবং আমরা মনে করি, তার কোচিং আমাদের ব্যাটারদের সাহায্য করবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর