দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশ দলে যুক্ত হলেন আরেক প্রোটিয়া কোচিং স্টাফ। বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পর পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যালবি মরকেল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনটি ওয়ানডে এবং দুই টেস্ট খেলতে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান দক্ষিণ আফ্রিকা। সেখানে ইতিমধ্যেই দলের সাথে কাজ শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার।
মরকেলের নিয়োগের ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সে অভিজ্ঞ একজন ক্রিকেটার। আমরা আশাবাদী খেলোয়াড়রা তার সাথে কাজ করে নিজেদের উন্নতি করবে।’
অ্যালান ডোনাল্ডকে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ করলেও অ্যালবি মরকেলকে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যই নিয়োগ দিয়েছে বিসিবি। তবে তার নিয়োগের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
জাতীয় দলের কোচিং প্যানেলে লেগেছে পরিবর্তনের হাওয়া। নতুন ব্যাটিং কোচের পর একে একে দলের সাথে যুক্ত হলেন বোলিং কোচ এবং পাওয়ার হিটিং কোচ। সীমিত ওভারের ক্রিকেটে ইনিংসের শেষ দিকে বড় শটে রান তুলতে না পারা ব্যর্থতার বাংলাদেশ দলের পুরাতন এক সমস্যা। এই সমস্যা সমাধান করতেই নিয়োগ পেয়েছেন অ্যালবি মরকেল।
খেলোয়াড়ী জীবনে পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত ছিল অ্যালবি মরকেলের। ক্যারিয়ারে সীমিত ওভারের ক্রিকেটে দুই ফরম্যাটেই ১০০’র বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৪২ দশমিক ২৮।
স্পোর্টসমেইল২৪/পিপিআর