জাতীয় দলের হয়ে ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছিল না ওপেনার নাঈম শেখের। যার জন্য জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দলেও। নিজেকে ফেরানোর মঞ্চ হিসেবে তার সামনে ছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ডিপিএলে চলতি মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।
মঙ্গলবার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নবাগত দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর জার্সি গায়ে খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম। ১১৩ বলে ৯ চার ও ২ ছয়ের মারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের স্বাদ পান এই ওপেনার।
সেঞ্চুরি করার পর অবশ্য বেশিদূর যেতে পারেননি নাঈম। ইনিংসের ৪৬তম ওভারে ফরহাদ রেজার বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১১৫ রানে। আউট হওয়ার আগে ১৩২ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ২ ছয়ের মারে।
এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে আবাহনী। অন্যপ্রান্তে আসা যাওয়ার মিছিল চলতে থাকলেও একপ্রান্ত আগলে রান করে যান নাঈম। দলীয় রানের চাকা সচল রাখার পাশাপাশি তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
নাঈমের ব্যাটে চড়ে রূপগঞ্জের বিপক্ষে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রানের লরাকু স্কোর দাড় করিয়েছে আবাহনী। বাকিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন সাইফ উদ্দিন। অধিনায়ক মোসাদ্দেক হোসেন করেছেন ৩৭ রান।
স্পোর্টসমেইল২৪/এএইচবি