ক্রিকেট মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা প্রায় নিয়মিতই হয়ে দাঁড়াচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে ঢুকেছিল দর্শক। এবার একই কান্ড ঘটলো ভারত-শ্রীলঙ্কার দিবা-রাত্রির টেস্টে।
রোববার (১৩ মার্চ) ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাঠে খেলছিল ভারত এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসের ৬ষ্ঠ ওভারের সময়ে হুট করেই মাঠে ঢুকে পড়ে তিন দর্শক। তাদের মধ্যে একজন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কাছে পৌঁছাতে পারলেও বাকিরা তা পারেননি।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে মোহাম্মদ শামির বলে ইনজুরিতে পড়েন শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। সে সময় দলীয় চিকিৎসকের কাছে মাঠেই শুশ্রূষা নিচ্ছিলেন তিনি। এমন সময় মাঠে দর্শক ঢুকে পড়ে।
মাঠে ঢুকে পড়া তিন দর্শকের একজন বিরাট কোহলির কাছে পৌঁছাতে পারলেও বাকিরা তা পারেননি। খেলোয়াড়দের কাছে পৌঁছানোর আগেই তাদেরকে ধাওয়া করে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা।
বিরাট কোহলির কাছে পৌঁছাতে পারা ওই দর্শক মাঠে গিয়েই নিজের মুঠোফোন বের করে ভারতীয় এই ক্রিকেটারের সাথে সেলফি তোলেন। অবশ্য এরপরেই তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচেই এই রকম নিরাপত্তা ভাঙার বিষয়টি ঘটলো। প্রথম টেস্টে মোহালিতে মাঠে দর্শক প্রবেশের চেষ্টা করেছিল। তিনি অবশ্য ক্রিকেটারদের কাছে পৌঁছাতে পারেননি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর