নারী বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১৪ মার্চ) ভোরে নিউজিল্যান্ডের হ্যামিল্টন শহরের সেডন পার্কে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে ক্রিকেটে প্রথম জয়ের প্রত্যাশা করছে টাইগ্রেসরা।
নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে এবং স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডের কারণে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের টুর্নামেন্টে জয়সহ দুই দলের শেষ পাঁচ লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ৭ রানে হেরেছিল বাংলাদেশ।
ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান করেছিল পাকিস্তান। বৃষ্টি আইনে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ৪১ দশমিক ২ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে ৭ রানে হারে বাংলাদেশ।
জয়ের কাছে গিয়ে ম্যাচ হারতে হয়েছিলো বাংলাদেশকে। তবে ওই ম্যাচের পারফর্মেন্সে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের মেয়েদের। এতেই পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী নিগার সুলতানা জ্যোতি বাহিনী।
অন্যদিকে টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। এতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পাকিস্তান। বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বের হতে মুখিয়ে আছে তারাও।
ব্যাটিংয়ের দারুণ পারফরমেন্সের কারণে আত্মবিশ্বাসী বাংলাদেশ। মূলত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অর্ধশতকের দেখা পান ওপেনার ফারজানা হক।
এই ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা অভিযোগ করেন, বৃষ্টির মধ্যে তাদের মাঠে নামতে হয়েছিলো, যা তাদের কাজকে কঠিন করে দেয়। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা পারফর্ম করতে পারেনি। তবে ঘুড়ে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য উদগ্রীব বাংলাদেশ নারী ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর