ওয়ানডে বিশ্বকাপ জয়ই ক্রিকেট ক্যারিয়ারের একমাত্র লক্ষ্য নয় বলে বলে জানালেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘শিরোপা জিতলে অবশ্যই ভালো। তবে জয় না করা হয়, এটি আমার ক্যারিয়ারের নির্ধারক হবে না।’
২০১৯ বিশ্বকাপের উপর মনোনিবেশ করতে এক বছর আগ থেকে টেস্ট ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন ডি ভিলিয়ার্স। কিন্তু ইনজুরি থেকে ফিরে চলতি বছর তিন ফরম্যাটেই বেশ কিছু ম্যাচ খেলেছেন তিনি। সদ্যই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নিজের সেরাটা দিয়েছেন ডি ভিলিয়ার্স। চার ম্যাচের টেস্ট সিরিজে চারটি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি হাকাঁন তিনি। সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে প্রোটিয়ারা।
তবে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে নিজের প্রধান লক্ষ্য বলে মনে করছেন না ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘গত মৌসুমে তিন ফরম্যাটের ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং প্রতিটা সেকেন্ড আমি উপভোগ করেছি।’
কিন্তু বিশ্বকাপ জয়ই আমার প্রধান লক্ষ্য নয়। আমি আমার মানসিকতা পাল্টে ফেলেছি। তাই মনে করি জিতলে সেটা ভালো হবে এবং বাড়তি পাওনাও হবে। কিন্তু আমি যদি না জেতা হয়, তবে এটা আমার ক্যারিয়ারের নির্ধারক হবে না।’
২০০৭, ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের সদস্য ছিলেন ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে শিরোপার কাছে গিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নেয় প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হার মানে দক্ষিণ আফ্রিকা।
২০১৭ সালের জুনে ইংল্যান্ডে হয়ে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুর্প পর্ব থেকে বিদায় নেয় ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এরপর আগষ্টে অধিনায়কত্ব ছেড়ে দেন ডি ভিলিয়ার্স। এরপর তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব পান ফাফ ডু-প্লেসিস।
ডু-প্লেসিসের অধিনায়কত্ব নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘ফাফকে আমি দীর্ঘদিন ধরে চিনি। প্রাইমারি স্কুলে খেলার সময় সে আমার দলের অধিনায়ক ছিলো। সব সসয়ই সে ভাল অধিনায়ক এবং তার কাছ থেকে আরো বেশ কয়েক বছর ভাল কিছু আসবে বলে আমি মনে করছি। ইতোমধ্যে সে প্রমান দিয়েছে এবং আমি তার কাছ থেকে আরও কিছু দেখতে চাই।’