দ্বিতীয় দিন শেষে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৩ মার্চ ২০২২
দ্বিতীয় দিন শেষে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

ঐতিহাসিক পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে রানের পাহাড়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে স্কোর বোর্ডে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৫০৫ রান। প্রথম দিনে উসমান খাজা সেঞ্চুরি পেলেও দ্বিতীয় দিনে কোনো সেঞ্চুরির দেখা পায়নি অজিরা।

প্রথম দিনের শেষদিকে প্যাভিলিয়নে ফিরেছিলেন ব্যাটার স্টিভ স্মিথ। এ কারণেই নেমেছিলেন নাইটওয়াচম্যান নাথান লায়ন। দ্বিতীয় দিনের শুরুতেই তাকে নিয়ে ভালোই শুরু করেন উসমান খাজা। দুইজন মিলে গড়ে তোলেন ৫৪ রানের জুটি।

দলীয় ৩০৪ রানে নাথান লায়ন ফিরলেও ব্যাট হাতে সাবলীল ছিলেন খাজা। শেষ পর্যন্ত ১৬০ রানে থামেন এই ক্রিকেটার।

খাজার বিদায়ের পর অজিদের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ার একটা সম্ভাবনা দেখা দিলে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় অজিরা।

দলকে বড় সংগ্রহ এনে দিলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বঞ্চিত হন এই ক্রিকেটার। ব্যক্তিগত ৯৩ রানে ফিরে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। দিনের শেষ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর দলের রান বাড়িয়ে নেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন দুই বোলার মিচেল স্টার্ক এবং অধিনায়ক প্যাট কামিন্স। দিনশেষে এই দুই ব্যাটারই অপরাজিত আছেন।

পাকিস্তানের হয়ে পেসার ফাহিম আশরাফ এবং স্পিনার সাজিদ খান একটি করে উইকেট শিকার করেন। অপরদিকে অস্ট্রেলিয়ার হয়ে উসমান খাজা করেন ১৬০ রান। আর অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৯৩ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

ওয়ার্নের শেষকৃত্যে থাকবেন ডেভিড ওয়ার্নার

ওয়ার্নের শেষকৃত্যে থাকবেন ডেভিড ওয়ার্নার

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট