‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৩ মার্চ ২০২২
‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজার জন্ম পাকিস্তানে। পাকিস্তানে জন্ম হলেও বেড়ে ওঠা, পড়ালেখা, এমনিকি ক্রিকেটে হাতেখড়ি অস্ট্রেলিয়াতেই। তাসমান সাগরপাড়ের আলো বাতাস গায়ে মেখে সেখানেই ক্যারিয়ার গড়লেও এখন মনটা পাকিস্তানেই পড়ে থাকে খাজার।

পাকিস্তানি বংশোদ্ভূত এই খেলোয়াড় যেমন জন্মভূমি পাকিস্তানকে ভালোবাসেন, তেমনি পাকিস্তানের মানুষও খাজাকে ভালোবাসে। তবে তাদের মনে কিছুটা ক্ষোভও জমে আছে। কেননা, স্বদেশী একজন খেলোয়াড়কে প্রতিপক্ষ দলের হয়ে খেলতে দেখলে কারোই ভালো লাগবে না।

ভালো লাগেনি পাকিস্তানি দর্শকদেরও। সেটা তারা প্রকাশও করলো তবে একটু ভিন্নভাবে। খাজার নাম ধরে ব্যাঙ্গাত্মক স্লোগান দিয়ে মনের ক্ষোভ কিছুটা উগড়ে দিলো তার স্বদেশীরা। তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অজি ক্রিকেটার। পরিণত হয়েছিলেন বিনোদনের খোরাকে।

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় দিনের খেলা দেখতে রবিবার করাচি জাতীয় স্টেডিয়ামে দর্শকের সংখ্যা ছিল আনুমানিক দশ হাজার। খাজা যখন ১৬০ রান করে আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন তারা সকলেই দাঁড়িয়ে ‘খাজা, খাজা’ স্লোগান দেয়া শুরু করে।

এমনিকি প্ল্যাকার্ড প্রদর্শন করেও অজি ওপেনারকে নিয়ে ব্যঙ্গ করা হয়। যেখানে তারা উসমান খাজা এবং রাজনীতিবিদ খাজা আসিফের ছবি মিলিয়ে রাজনীতি ও ক্রিকেট এক করে হাস্যরস পরিস্থিতির সৃষ্টি করে। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে।’

একজন মহিলা ক্রিকেট ভক্ত এআর রহমানের কাওয়ালী ‘খাজা মেরে খাজা, দি মেন সামা জা’ গানের কথা লিখে ব্যঙ্গ করেছেন। অন্য একজন ‘খাজা মেরে খাজা, নাজিমাবাদ আজা, অসি কা ভাই তু, পাকিস্তান কা বি’ লেখাগুলো দিয়ে মনের ক্ষোভ মিটিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আরও দুই বছর খেলে যেতে চান ‘সুপার ফিট’ শোয়েব

আরও দুই বছর খেলে যেতে চান ‘সুপার ফিট’ শোয়েব

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

আমি সমালোচনা শুনতে অভ্যস্ত : ইমাম-উল-হক

আমি সমালোচনা শুনতে অভ্যস্ত : ইমাম-উল-হক