১১তম কনকাশনের পরও মাঠে পুকোভস্কি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৩ মার্চ ২০২২
১১তম কনকাশনের পরও মাঠে পুকোভস্কি

ক্রিকেট মাঠে বোলারদের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ওপারে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ। এরপর থেকেই ক্রিকেট বিশ্ব বেশ সতর্ক। এ কারণে ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারের বদলি নেওয়ার সুযোগ দিয়েছে আইসিসি। এই নিয়মের কারণে মাথায় আঘাত পেয়ে ১১ বার মাঠ ছেড়েছিলেন অজি ক্রিকেটার উইল পুকোভস্কি। সুস্থ হয়ে আবারও মাঠে ফিরলেন এই ব্যাটার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১১তম বারের মতো কনকাশনের শিকার হন অজি ক্রিকেটার উইল পুকোভস্কি। এ ম্যাচের পর স্বাভাবিকভাবেই মাঠের বাইরে চলে যান তিনি। এরপর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন এই ব্যাটার।

তবে বেশিদিন মাঠের বাইরে থাকতে পারলেন না তিনি। এ ঘটনার এক মাস পর মাঠে ফেরার অনুমতি পেয়েছেন এই ক্রিকেটার। ইতিমধ্যেই খেলেছেন ক্লাব ক্রিকেট।

ক্রিকেট মাঠে ফিরলেও এখনও চিকিৎসকদের তত্ত্বাবধনে থাকবেন এই ক্রিকেটার। তবে কতদিন পর্যন্ত তাকে চিকিৎসকদের তত্ত্বাবধনে থাকতে হবে তা এখনও নিশ্চিত নয়।

ক্লাব ক্রিকেটে ভালোভাবে ফেরায় তাকে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্য দলের দ্বিতীয় একাদশের হয়ে মাঠে নামার অনুমতি দিয়েছে স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। এখানে সুস্থ থাকলে ২৩ মার্চ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন এই ক্রিকেটার।

উইল পুকোভস্কি এখন পর্যন্ত ২৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ সময় ৫০ দশমিক ৪৯ গড়ে করেছেন ১৮৭০ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

পাকিস্তানি দর্শক ও ইসলামাবাদের সৌন্দর্য্যে মুগ্ধ ডেভিড ওয়ার্নার

পাকিস্তানি দর্শক ও ইসলামাবাদের সৌন্দর্য্যে মুগ্ধ ডেভিড ওয়ার্নার