ক্রিকেট খেলায় ছক্কা মেরে গ্যালারির কাঁচ ভাঙ্গার ব্যাপারটা নতুন কিছু নয়। এমনিকি ব্যাট থেকে ছুটে যাওয়া বলের আঘাতে বিপক্ষ দলের খেলোয়াড়ের দাঁত পর্যন্ত ভেঙ্গে পড়ার নজির আছে। তবে এবারের ঘটনাটা অন্যরকম।
এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাটের আঘাতে উড়ে যাওয়া বলে নাক ভেঙ্গেছে এক দর্শকের! এই ঘটনা ঘটেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসের সময়।
চেন্নাইয়ের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচের প্রথম দিনের প্রথম ইনিংসে বাঁ-হাতি লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর বলে রোহিত শর্মা ছক্কা হাঁকান। সেই বল উড়ে গিয়ে লাগে এক দর্শকের নাক বরাবর!
২২ বছর বয়সী সেই দর্শক বসা ছিলেন স্টেডিয়ামের কর্পোরেট বক্সে। বলের আঘাতে তার নাকের একটা অংশ কেটে যায়। তখনই প্রাথমিক চিকিৎসার পর তাকে এক্স-রে করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
The Rohit Sharma six over deep midwicket hit a spectator’s nose. After first aid, he has been moved to Hosmat Hospital for an X-ray. #INDvsSL #PinkBallTest
— Manuja (@manujaveerappa) March 12, 2022
এই ব্যাপারে ভারতের হোসমত হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ অজিথ বেনেডিক্ট রায়ান ভারতের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, সেই দর্শকের নাকের হাড়ে চিড় ধরেছে। তিনি বলেন, ‘এক্স-রে’তে নাকের হাড়ের চিড় দেখায়। নাকের উপর কাটা জায়গাটি সেলাই করা হয়েছে।’
এইবারই প্রথম নয়, ২০১৩ সালের আইপিএলেও রোহিতের হাঁকানো একটি ছক্কা গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন ভক্তের নাকে আঘাত করেছিল। সেবার অবশ্য ম্যাচ শেষ হওয়ার পরে রোহিত টুইটারে সেই ভক্তের কাছে অনুশোচনা প্রকাশ করেছিলেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি