পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ১২ মার্চ ২০২২
পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হয়ে করাচি টেস্টও মাঠ গড়িয়েছে। অথচ রাওয়ালপিন্ডির পিচ নিয়ে চারদিকে আলোচনা সমালোচনা থামছেই না। পিচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ।

টেস্টে ড্র করার চিন্তাভাবনা নিয়ে পিচ বানানোর জন্য পিসিবিকে এক হাত নিয়েছেন সাবেক এই ক্রিকেটার এবং কোচ। তিনি জানান, যদি এরকম পিচ করা হয় তাহলে দর্শকরা স্টেডিয়ামে আসা বন্ধ করে দিবে।

রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে বেশিরভাগ সময় ব্যাট করার পরও ম্যাচ ড্রতে শেষ হয়েছে। যেটা মানতে পারছেন আকিব। তার মতে অস্ট্রেলিয়াকে ভয় না করে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাওয়া উচিত।

আকিব বলেন, ‘ভয় আপনাকে কখনই জিততে দিবে না। যদি আমরা না হারা ম্যাচগুলোও হেরে যাই এবং এমন মরা পিচ তৈরি করতে থাকি তবে দর্শকরা আমাদের খেলা দেখা বন্ধ করে দিবে। অধিনায়ককে সাহসী হতে হবে। ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আপনি হঠাৎ করেই করাচির ন্যাশনাল স্টেডিয়ামের পিচে মুভমেন্ট, বাউন্স বা প্রচলিত সুইং আনতে পারবেন না। স্পিনারদের সুবিধা দেয় এমন একটি পিচ কিউরেট করাই একমাত্র বিকল্প পথ।’

নিজেদের স্পিনারদের সুবিধা না নেয়ায় সাবেক ক্রিকেটার বলেন, ‘অস্ট্রেলিয়াঢ় শুধুমাত্র একজন মেইন স্পিনার আছে। আর আমাদের দু’জন বিশেষজ্ঞ স্পিনার আছে। আমাদের সেটার সুবিধা নেওয়া উচিত। আমরা যদি টার্নিং উইকেটে খেলতেও ভয় পাই তাহলে সেটা একটা জঘন্য ব্যাপার।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে টানা ১৭ ম্যাচে জয়হীন পাকিস্তানের মেয়েরা

বিশ্বকাপে টানা ১৭ ম্যাচে জয়হীন পাকিস্তানের মেয়েরা

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

আমি সমালোচনা শুনতে অভ্যস্ত : ইমাম-উল-হক

আমি সমালোচনা শুনতে অভ্যস্ত : ইমাম-উল-হক

পাকিস্তানি দর্শক ও ইসলামাবাদের সৌন্দর্য্যে মুগ্ধ ডেভিড ওয়ার্নার

পাকিস্তানি দর্শক ও ইসলামাবাদের সৌন্দর্য্যে মুগ্ধ ডেভিড ওয়ার্নার