দীর্ঘদিন ধরেই ভারতীয় নারী দলের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসার নাম হয়ে আছেন মিতালি রাজ। শুধু তাই নয়, দলের অধিনায়কত্বের দায়িত্বটাও তার কাঁধেই রয়েছে। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস করতে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। নারীদের ওয়ানডে বিশ্বকাপে দলকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখন তার দখলে।
শনিবার (১২ মার্চ) হ্যামিল্টনে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ভারত নারী দল। এ ম্যাচে দলের হয়ে টস করতে নেমেই ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েন এই মিতালি রাজ।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়তে পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ককে। তিনি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আর মিতালি রাজ ভারতকে নেতৃত্ব দিয়েছেন ২৪ ম্যাচে।
মিতালি রাজের অধীনে ওয়ানডে বিশ্বকাপে ভারতের রেকর্ড বেশ দূর্দান্ত। ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়েছেন ১৪ ম্যাচে। আর এক ম্যাচে আসেনি কোনো ফলাফল। বাকি ৮ ম্যাচে হেরেছে ভারতীয় দল।
Mithali Raj breaks the record for most matches captained in the ICC Women's Cricket World Cup #CWC22 pic.twitter.com/QwU0XY4Jdw
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 12, 2022
নারী বিশ্বকাপে এখন পর্যন্ত দুইজন ক্রিকেটার দুইয়ের অধিক বিশ্বকাপে নিজ দলকে নেতৃত্ব দিয়েছেন। তারা হলেন- বেলিন্ডা ক্লার্ক এবং মিতালি রাজ।
শুধু এই রেকর্ড নয়, এবারের বিশ্বকাপ খেলতে নেমে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং জাভেদ মিয়াঁদাদের পাশেও বসেছেন নারী ক্রিকেটের এই কিংবদন্তি। শচীন এবং জাভেদের মতো তিনিও ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বাদ পেলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর