ক্যারিয়ার জুড়েই যেন ইনজুরির সাথে সন্ধি গড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির কারণে সাতবার যেতে হয়েছে অস্ত্রপচারের টেবিলে। ধারণা করা হচ্ছিলো, অষ্টমবারের মতো হয়তো অস্ত্রপচারের টেবিলে যেতে হবে সাবেক এই সফল অধিনায়কের। তবে আপাতত সেই শঙ্কা কেটে গেছে। ইনজুরির শঙ্কা দূরে ঠেলে আবারও মাঠে ফেরার অপেক্ষায় মাশরাফি।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএল শুরুর আগ মুহূর্তেই পায়ের ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেই ইনজুরি নিয়েই মাঠে নেমেছিলেন।
বিপিএলের পরপরই ইনজুরির কারণে ভারতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন মাশরাফি। সেখানেই চিকিৎসকের সাথে পরামর্শ শেষে জানালেন সুখবর, অষ্টমবারের মতো অস্ত্রপচারের টেবিলে যেতে হচ্ছে না তাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘লাস্ট ৩টা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার, এবং ফিজিওর সাথে সময় দিয়ে অবশেষে ৮নাম্বার সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোন এক সময় দেখা যাবে। আবার ও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাততো মাঠে ডাকছে, (ডিপিএল)। বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ডস অফ রুপগঞ্জ, ইনশাল্লাহ সি ইউ অন গ্রাউন্ড।’
বিপিএলের পরপরই অস্ত্রপচারের টেবিলে যেতে হবে, এমন শঙ্কার পরও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দল লিজেন্ডস অব রুপগঞ্জের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। অবশ্য দলবদলের পর জানিয়েছিলেন, অস্ত্রপচারের টেবিলে না যাওয়ার সর্বোত্তম চেষ্টাই করবেন তিনি। শেষ পর্যন্ত চেষ্টাতেই সফল মাশরাফি। অস্ত্রপচার করাবেন না তিনি।
সর্বশেষ ২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। দারুণ পারফর্ম করে আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই রকম কোনো সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২২০ ম্যাচ খেলে শিকার করেছেন ২৭০ উইকেট। এছাড়াও জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৬ টেস্ট এবং ৫৪ টি-টোয়েন্টি ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর