করাচিতে অভিষেকের অপেক্ষায় অজি স্পিনার সোয়েপসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১১ মার্চ ২০২২
করাচিতে অভিষেকের অপেক্ষায় অজি স্পিনার সোয়েপসন

ঐতিহাসিক পাকিস্তান সফরের প্রথম টেস্ট ড্র করেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের অজি একাদশে ছিলেন না অতিরিক্ত কোনো স্পিনার। তবে দ্বিতীয় ম্যাচে সেই ভুল করতে রাজি নন অধিনায়ক প্যাট কামিন্স। এ কারণেই দ্বিতীয় টেস্টের অভিষেক হচ্ছে লেগ স্পিনার মিচেল সোয়েপসনের।

রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট থেকে কোনো সুবিধাই আদায় করে নিতে পারেনি অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বোলাররা। পুরো টেস্টে দুই দল হারিয়েছিল মাত্র ১৪ উইকেট। এইরকম উইকেটে খেলার জন্য তাই অতিরিক্ত স্পিনার নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া দল।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বল হাতে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। এ কারণেই দ্বিতীয় টেস্টে একজন পেসার কম খেলানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে পেসার জশ হ্যাজলেউডকে বাইরে রেখে মিচেল সোয়েপসনকে একাদশে নিবে অজিরা। এমনটাই জানিয়েছেন অজি কাপ্তান কামিন্স।

যদিও অজিদের কাছে না হারার জন্যই উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধাই রাখেনি পাকিস্তান। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজাও করেছেন সমালোচনা। তবে দ্বিতীয় টেস্টের আগে নিজেদের বোলিং আক্রমণের মূল শক্তিদের ফিরে পেয়ে হয়তো স্পোর্টিং উইকেটের দিকেই ঝুঁকবে পাকিস্তান।

বেশ কয়েকবছর ধরেই অস্ট্রেলিয়া দলের সাথে আছেন সোয়েপসন। তবে কোনোভাবেই নাথান লায়নকে সরিয়ে টেস্ট ক্যাপ পড়া হচ্ছিলো না তার। শেষ পর্যন্ত টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তবে নাথান লায়নকে সরিয়ে নয়, তার সঙ্গী হিসেবেই মাঠে নামবেন সোয়েপসন। 

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, মিচেল সোয়েপসন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান স্কোয়াডে ফিরেছেন ফাহিম আশরাফ-হারিস রউফ

পাকিস্তান স্কোয়াডে ফিরেছেন ফাহিম আশরাফ-হারিস রউফ

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

ডিমেরিট পয়েন্ট পেল রাওয়ালপিন্ডির উইকেট

পাকিস্তানি দর্শক ও ইসলামাবাদের সৌন্দর্য্যে মুগ্ধ ডেভিড ওয়ার্নার

পাকিস্তানি দর্শক ও ইসলামাবাদের সৌন্দর্য্যে মুগ্ধ ডেভিড ওয়ার্নার

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া