ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই পাথুম নিশাঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১১ মার্চ ২০২২
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই পাথুম নিশাঙ্কা

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মোহালিতে ইনিংস এবং ২২২ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। সেই টেস্টে লঙ্কানদের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করে দলকে তীরে তোলার চেষ্টা করেন ব্যাটার পাথুম নিশাঙ্কা। সেই নিশাঙ্কাকেই দ্বিতীয় টেস্টের আগে হারালো শ্রীলঙ্কা। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলবেন না এই ব্যাটার।

শনিবার (১২ মার্চ) ব্যাঙ্গালুরুতে দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। এ টেস্টে গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারবেন না পাথুম নিশাঙ্কা। তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে মোহালিতে প্রথম টেস্টে খেলতে পারেননি পেসার দুশমন্থ চামিরা। ইনজুরিমুক্ত হলেও দ্বিতীয় টেস্টে লঙ্কান স্কোয়াডে তাকে দেখা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক করুনারত্নে।

এ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘অক্টোবরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাকে (চামিরা) আমরা একটু চাপমুক্ত রাখতে চাই।’

শুধু দ্বিতীয় টেস্ট নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে তাকে না পাওয়ার ইঙ্গিত দিয়েছেন লঙ্কান অধিনায়ক। কারণ হিসেবে জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষেই তাকে চাপমুক্ত রাখা হবে।

লঙ্কান অধিনায়কের এই বক্তব্যে অবশ্য চামিরার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা নিয়েও শঙ্কা জেগেছে। আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম থেকে ২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

এদিকে ইনজুরি আক্রান্ত পাথুম নিশাঙ্কার বদলি হিসেবে কে খেলবেন সে বিষয়টি এখনও নিশ্চিত করেনি শ্রীলঙ্কা দল। ধারণা করা হচ্ছে একাদশে আসতে পারেন কুশল মেন্ডিস অথবা দীনেশ চান্দিমাল। তবে দুইজনের কেউই নেই নিজেদের সেরা ছন্দে। এ কারণেই গোলাপী বলের টেস্টের তিন নম্বর পজিশন নিয়ে বেশ চিন্তিত লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টি ক্লাব সাসেক্সে খেলবেন চেতেশ্বর পূজারা

কাউন্টি ক্লাব সাসেক্সে খেলবেন চেতেশ্বর পূজারা

ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের ‘বিতর্কিত’ পেসার শ্রীশান্থ

ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের ‘বিতর্কিত’ পেসার শ্রীশান্থ

বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এখন জাদেজা

বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এখন জাদেজা

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া