কাউন্টি ক্লাব সাসেক্সে খেলবেন চেতেশ্বর পূজারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১০ মার্চ ২০২২
কাউন্টি ক্লাব সাসেক্সে খেলবেন চেতেশ্বর পূজারা

কাউন্টি ক্লাব সাসেক্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ২০২২ মৌসুমে সাসেক্সের হয়ে খেলবেন তিনি। শুধু কাউন্টি চ্যাম্পিয়নশিপ নয় রয়্যাল ওয়ানডে কাপেও খেলবেন তিনি।

বাজে পারফর্মেন্সের দায়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জায়গা পাননি চেতেশ্বর পূজারা। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে ভেড়ায়নি। এ সময়ই কাউন্টি ক্রিকেটে খেলবেন এই ব্যাটার।

কাউন্টি ক্রিকেটে নতুন নন চেতেশ্বর পূজারা। এর আগে ইয়র্কাশায়ার এবং গ্লাস্টারশায়ারের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার।

সর্বশেষ জাতীয় দলের হয়ে মোটেও ভালো সময় কাটাচ্ছেন না চেতেশ্বর পূজারা। এমনকি সর্বশেষ রঞ্জি ট্রফিতেও ব্যাট হাতে ভালো সময় কাটাননি এ ব্যাটার।

কাউন্টি দল সাসেক্সে অজি ব্যাটার ট্রাভিস হেডের বদলি হিসেবে মাঠে নামবেন এই ব্যাটার। মূলত জাতীয় দলের ব্যস্ততা এবং সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই কাউন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অজি ব্যাটার।

কাউন্টিতে যোগ দিয়ে পূজারা বলেছেন, ‘আমি সাসেক্সে যোগ দিতে মুখিয়ে আছি।  আশা করি সাসেক্স দলের হয়ে দারুণ একটা মৌসুম কাটাবো।’

লাল বলের ক্রিকেটে পূজারার পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ভারতের হয়ে ৯৫ টেস্টে ৪৩ দশমিক ৮৭ গড়ে করেছেন ৬ হাজার ৭১৩ রান। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৬ ম্যাচে ৫০ দশমিক ৫৯ গড়ে করেছেন ১৬ হাজার ৯৪৮ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট  শিকারীকে ছুঁলেন ঝুলন গোস্বামী

নারী বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীকে ছুঁলেন ঝুলন গোস্বামী

মিথুন মানস : আক্ষেপ আর অপেক্ষা

মিথুন মানস : আক্ষেপ আর অপেক্ষা

বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এখন জাদেজা

বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এখন জাদেজা

জাদেজাকে ব্যাটিংয়ে আরও সুযোগ দিতে চান রোহিত শর্মা

জাদেজাকে ব্যাটিংয়ে আরও সুযোগ দিতে চান রোহিত শর্মা