বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দুই ব্যাটার ইয়াসির আলি রাব্বি এবং মাহমুদুল হাসান জয়। দুইজনকেই টেস্ট ফরম্যাটের জন্য চুক্তি করেছে বিসিবি।
বৃহস্পতিবার (১০ মার্চ) ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। এবারের চুক্তিতে দুই নতুন ক্রিকেটারকে রেখেছে বিসিবি। এই দুই ক্রিকেটার হলেন- ইয়াসির আলি রাব্বি এবং মাহমুদুল হাসান জয়।
সর্বশেষ ২০২১ সালে পাকিস্তান সিরিজে নিজেদের অভিষেক টেস্ট খেলেন ইয়াসির আলি রাব্বি এবং মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামে নিজের অভিষেক টেস্ট খেলেন ইয়াসির আলি রাব্বি। এ ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এ কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে ছিলেন তিনি।
একই সিরিজের ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট খেলেন মাহমুদুল হাসান জয়। অভিষেক টেস্ট নিজের জাত চেনাতে না পারলেও নিউজিল্যান্ডে ঠিকই নিজেকে চিনিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার এ ইনিংসে ভর করে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে পায় প্রথম জয়। এ ম্যাচেই আঙ্গুলের ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি তিনি।
Bangladesh Cricket Board (BCB) announces the National Players’ Contract for the period of January to December 2022 ..#BCB #sportsmail24 @BCBtigers pic.twitter.com/bwNNtUJuyS
— Sportsmail24.com (@sportsmail24) March 10, 2022
এদিকে অভিষেক টেস্টে দারুণ শুরুর পরও মাঠ ছাড়তে বাধ্য হন ইয়াসির আলি রাব্বি। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের জয়ের ম্যাচে পারফর্ম করতে পারেননি তিনি। তবে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে উজ্জ্বল পারফর্ম করেন রাব্বি। ক্রাইস্টচার্চে সেই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও টেস্টে নিজের প্রথম অর্ধশতক তুলে নিয়েছিলেন তিনি।
সর্বশেষ ২০২১ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ছিল ২৪ জন। তবে ২০২২ সালে তা কমিয়ে আনা হয়েছে ২১ জনে। সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার (টি-টোয়েন্টি), শামীম পাটোয়ারি (টি-টোয়েন্টি), মোহাম্মদ সাইফউদ্দিন (ওয়ানডে এবং টি-টোয়েন্টি), সাইফ হাসান (টেস্ট), আবু জায়েদ রাহী (টেস্ট)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর