ওপারে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। চলতি বছরের ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হবে ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠান। সেখানে যোগ দিবেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
বর্তমানে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে আছে অস্ট্রেলিয়া দল। এ সফরে টেস্ট দলে থাকলেও সীমিত ওভারের সিরিজে নেই ডেভিড ওয়ার্নার। কথা ছিল, পাকিস্তানে টেস্ট সিরিজে শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিবেন তিনি। তবে আইপিএল নয়, অস্ট্রেলিয়ায় ফিরবেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে।
পাকিস্তানে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ হবে ২৫ মার্চ। এরপর পাকিস্তান থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় ফিরবেন ডেভিড ওয়ার্নার। সেখানে ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।
পাকিস্তান সফরে করাচিতে সাংবাদিকদের এ কথা জানান ওয়ার্নার। তিনি বলেন, ‘শতভাগ নিশ্চিত আমি ওয়ার্নের শেষকৃত্যে থাকবো।’
এ সময় ওয়ার্নের মৃত্যুর খবর প্রথমে বিশ্বাস করতে পারেননি বলেও জানান ওয়ার্নার। এ বিষয়ে ওয়ার্ন বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি যখন প্রথম শুনেছিলাম, আমার কাছে ব্যঙ্গ মনে হয়েছিল।’
একদম ছোটবেলায় ওয়ার্নকে নিজের আদর্শ মানতেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, ‘আমি তার ছবি দেয়ালে ঝুলিয়ে রেখেছিলাম। আমি সবসময় শেনের (ওয়ার্ন) মতো হতে চেয়েছিলাম।’
পাকিস্তানের বিপক্ষে শুধুমাত্র টেস্ট সিরিজেই খেলবেন ডেভিড ওয়ার্নার। সীমিত ওভারের সিরিজে তাকে দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর