পাকিস্তানি ব্যাটার ইমাম-উল-হকের বড় পরিচয় তিনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম-উল-হকের ভাতিজা। এই পরিচয়ের কারণেই কিনা তাকে বেশিরভাগ সময় সমালোচিত হতে হয়। তবে এসব কথা মোটেও মাথায় নেন না এই তরুণ। জানালেন, তিনি এখন সমালোচনা শুনতে অভ্যস্ত।
রাওয়ালপিন্ডি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ইমাম। তাতে সমালোচকদের মুখে কিছুটা লাগাম টানা গেলো বটে। তবে সেসব নিয়ে একদমই ভাবতে চান না ২৬ বছর বয়সী এই ব্যাটার।
ইমামের দৃষ্টি এখন সামনের ম্যাচের দিকে। করাচি টেস্টে কিভাবে ভালো করা যায়, সে চিন্তা নিয়েই আছেন তিনি। এসব নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভার্চুয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইমাম। সেখানেই কথা বলেছেন নিজেকে নিয়ে।
ইমাম বলেন, ‘আপনি যখন অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন এবং রান করবেন। তখন সেটা সবসময়ই বিস্ময়কর অনুভূতি। ঘরোয়া ক্রিকেটে আমার সাম্প্রতিক পারফর্ম্যান্সও আমাকে এখানে সাহায্য করেছে।
দলের বাইরে থেকে নিজের ভেতর একটা জেদ তৈরী হয়ে গিয়েছিল ইমামের। যা তাকে ভালো করতে সহায়তা করেছে। সেটাও জানালেন তিনি। ‘আমি গত বছরও পাকিস্তান দলের অংশ ছিলাম, তবে দ্বাদশ খেলোয়াড় হিসাবে। এই ব্যাপারটাও আমাকে ভালো করতে সাহায্য করেছে।’
টেস্টের ফর্মটা সামনেও ধরে রাখতে চান জানিয়ে ইমাম বলেন, ‘টেস্টের এই ফর্মটা আমি ওয়ানডেতেও ধরে রাখতে চাই। আমি আমার আজকের এই অবস্থানের জন্য আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের দোয়ার জন্যই এটা সম্ভব হয়েছে।’
পাকিস্তান দলে তাকে নিয়ে সমালোচনা হয় বেশ। এ নিয়ে ইমামের ভাষ্য, ‘আমি সবসময়ই সমালোচিত হয়ে আসছি। এগুলো ব্যাপার না। এসব নিয়ে আমার কোনো দুঃখ নেই। কারন আমার কাজ হলো পারফর্ম করা। আমি কেমন করছি সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে। পিছনে কি হচ্ছে সেটা আমি দেখি না।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি