২৪ বছর পর পাকিস্তানে সফরে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে খেলার পাশাপাশি নিত্যনতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অজি ক্রিকেটাররা। প্যাট কামিন্স তো আজান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
একটি ভার্চুয়াল সংবাদমাধ্যমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন ওয়ার্নার। তিনি আরও বলেন যে, তিনি ভক্তদের সাথে খেলাটা উপভোগ করতে পছন্দ করেন কারণ তারাই ক্রিকেট খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
ওয়ার্নার বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে আমরাও বিনোদনকারী। আমি যদি ব্যাটিং বা ফিল্ডিং না করি, আমি সবাইকে একসাথে করবো, ভিড় বাড়াবো এবং উল্লাস চালিয়ে যাবো। এখানের লোকেরা একেবারে আশ্চর্যজনক ছিল। তারা আমাদের সাথেই ছিল এবং দুই দলের জন্য উল্লাস করছিল।’
‘আমার জন্য এখানে (পাকিস্তানে) প্রথমবার এসেছি। শুধু ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বলছি না। আমরা যেখানে বসে থাকি, তারা ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করে। তারা মাঠে যায় এবং আমাদের সমর্থন করে। এসব ফিরিয়ে দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ – ওয়ার্নার যোগ করেন।
ইসলামাবাদের সৌন্দর্য্য দেখে বিস্মিত হয়েছেন ওয়ার্নার। অজি ওপেনার বলেন, ‘আমরা প্রথমে ইসলামাবাদে গিয়েছিলাম। জায়গাটি সম্পর্কে বলার জন্য আমার কাছে দুর্দান্ত সব শব্দ রয়েছে। এটি আশ্চর্যজনক, হোটেল ও মাঠের পিছনেই পাহাড় রয়েছে এবং সেগুলো স্পষ্ট দৃশ্যমান।’
প্রথমবারের মতো পাকিস্তানে খেলতে পেরে সৌভাগ্য বোধ করেছেন বলেও জানালেন ওয়ার্নার। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া, পিসিবি, পুলিশ বাহিনীকে ধন্যবাদ সবকিছু নিরাপদ এবং সুস্থভাবে করার জন্য। আমরা তাদের সাধুবাদ জানাই এবং এই সুযোগের জন্য কৃতজ্ঞ।’
পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরে (পিএসএল) খেলা নিয়েও কথা বলেছেন এই বাঁহাতি ব্যাটার। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, যখন পাকিস্তান সুপার লিগ চলছে, আমি তখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ওই সময় এখানে আসা এবং খেলা খুব কঠিন ছিল।’
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফররত আছে অজিরা।। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্রতে শেষ হয়েছিল। ১২ মার্চ থেকে করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
স্পোর্টসমেইল২৪/এএইচবি