চলতি বছরের জানুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা। এ নিয়ে এখনও বিস্তারিত কোনো আলোচনা না হলেও ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
রাজনৈতিক অস্থিরতার কারণে সর্বশেষ ১০ বছরে মাঠে গড়ায়নি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষীয় সিরিজ। সর্বশেষ ২০১২ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান দল। সে সময় ভাবা হয়েছিল হয়তো দ্বিপাক্ষীয় সিরিজ নিয়মিতই খেলবে দু’দল। রাজনৈতিক অস্থিরতায় সেই ভাবনা আর সত্যি হয়নি।
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ মাঠে না গড়ালেও ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত টুর্নামেন্ট এবং এশিয়া কাপে নিয়মিতই প্রতিদ্বন্দ্বীতা করেছে দুই দল। ক্রিকেট প্রেমীদেরকে আরও বেশি পাক-ভারত লড়াই উপহার দেওয়ার জন্য এ দুই দলকে নিয়ে সিরিজ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হুকলি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ত্রিদেশীয় সিরিজের ধারণাটা পছন্দ করি। আমরা ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহী।’
তিনি জানান, অস্ট্রেলিয়ায় অসংখ্য ক্রিকেট প্রেমী আছে যারা নিয়মিতই পাক-ভারত লড়াই দেখতে চান। এছাড়াও অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তানের অনেক দর্শকও আছে।
এ বিষয়ে নিক হুকলি বলেন, ‘এটা অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারত-পাকিস্তানের কমিউনিটির জন্য সুখবর হবে। এছাড়াও পুরো বিশ্বজুড়ে অসংখ্য ক্রিকেটভক্ত আছে। তারা সবাই ভারত-পাকিস্তান লড়াই দেখতে চায়। তাদের সবার জন্যই অনেক আনন্দদায়ক হয়ে উঠবে বলে মনে করি।’
চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য এ ম্যাচের সকল টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে জানান নিক হুকলি।
এ সিরিজ কবে নাগাদ আলোর মুখ দেখতে পারে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ২০২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্লান অনুযায়ী মাঠে গড়াতে পারছে না এই সিরিজ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]