অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২২
অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন ওপেনার তামিম ইকবাল। তার অধিনায়কত্বে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখনও অধিনায়ক হিসেবে সব ম্যাচে শিখছেন বলে জানিয়েছেন এই মারকুটে ওপেনার।

অধিনায়ক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার পর ১৫ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। এ সময়ে ১০ জয়ের পাশাপাশি আছে ৫ হার। তবে এখনই অধিনায়ক হিসেবে অনেক কিছু শিখেছেন বলে মনে করেন তামিম।

এ বিষয়ে তামিম বলেন, ‘আমি হয়তোবা ১২-১৪ টা ম্যাচ অধিনায়কত্ব করেছি। প্রত্যেকটা ম্যাচে বিভিন্ন ধরনের পরিস্থিতি ছিল। আমি সবকিছু থেকেই শিখেছি।’

অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন তামিম ইকবাল। প্রতি ম্যাচেই তৈরি হওয়া ভিন্ন পরিস্থিতি ভিন্ন জিনিস শেখাতে সাহায্য করছে বলেও জানান তামিম।

তার ভাষ্যমতে, ‘অধিনায়কত্ব এমন জিনিস যে আপনি এখান থেকে অভিজ্ঞতা পাচ্ছেন। যদি না বয়স ভিত্তিক বা অনেক দিন ধরে অধিনায়কত্ব করেন। আমার জন্য সব ম্যাচই শেখার জায়গা। প্রত্যেকটা গেমেই শেখার জিনিস থাকে।’

অধিনায়ক হিসেবে শতাংশের হিসেবে ৬৬ শতাংশ ম্যাচ জিতলেও আক্ষেপের জায়গা আছে বলেও জানিয়েছেন অধিনায়ক। তার মতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচ দুইটিতে হার তাকে হতাশ করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে তামিমের ভাষ্য, ‘দুই ম্যাচ নিয়ে কষ্ট লাগে। একটা ম্যাচ শ্রীলঙ্কা আরেকটা আফগানিস্তান। কারণ আমরা ডমিনেট করছিলাম সিরিজটা... ওইদিক থেকে আমি কিছুটা হতাশ। জীবন এগিয়ে যাচ্ছে। নতুন চ্যালেঞ্জ আসছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে যাব: তামিম ইকবাল

অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে যাব: তামিম ইকবাল

বিসিবির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকদের দুষলেন সাইফউদ্দিন

বিসিবির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকদের দুষলেন সাইফউদ্দিন

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

সাকিব ইস্যুতে বোর্ডের ‌‘কঠোরতা’ চান খালেদ মাহমুদ সুজন

সাকিব ইস্যুতে বোর্ডের ‌‘কঠোরতা’ চান খালেদ মাহমুদ সুজন